১০০ দিনের যক্ষ্মা মুক্ত ভারত অভিযানে সফল বাংলা, পেল কেন্দ্রের প্রশংসাপত্র
Bengal successful in 100-day TB-free India campaign, receives certificate of appreciation from the Center

Truth Of Bengal: ভারত সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে ১০০ দিনের যক্ষ্মা মুক্ত ভারত অভিযানে
সফল বাংলা, পেল কেন্দ্রের প্রশংসাপত্র। ১০০ দিনের যক্ষ্মা মুক্ত ভারত অভিযানে অতিরিক্ত যক্ষ্মা কেস নোটিফিকেশনে অনুকরণীয় কর্মক্ষমতার জন্য ভারত সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক পশ্চিমবঙ্গ এই শংসাপত্র পেয়েছে।
সোমবার টি প্রশংসা পত্র বাংলার হাতে তুলে দেওয়া হয়। রাজ্যের স্বাস্থ্য বিভাগের এই সাফল্যে খুশি সকলে। কেন্দ্রীয় সরকারের এই কাজে বাংলা সর্বত্র ঝাঁপিয়ে পড়েছিল। স্বাস্থ্যের উন্নয়নে ও গ্রামীণ স্বাস্থ্য বিকাশে রাজ্যের ভূমিকা আবারও কেন্দ্রীয় সরকারের প্রশংসা আদায় করে নিল।

এই নিয়ে সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ভারত সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক ১০০ দিনের যক্ষ্মা মুক্ত ভারত অভিযানের আওতায় অতিরিক্ত যক্ষ্মা কেস বিজ্ঞপ্তিতে আমাদের রাজ্যের অসাধারণ পারফরম্যান্সের প্রশংসা করেছে।

প্রাথমিক সনাক্তকরণ নির্মূলের মূল চাবিকাঠি, এবং স্বাস্থ্যসেবা সম্প্রসারণ এবং সময়োপযোগী হস্তক্ষেপ নিশ্চিত করার ক্ষেত্রে বাংলার নিরলস প্রচেষ্টা বাস্তব ফলাফল দেখাচ্ছে। নিবেদিতপ্রাণ স্বাস্থ্যসেবা কর্মীদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা, যারা এটি সম্ভব করেছেন।