দেশ
ডিসেম্বরে ১৭ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক! কবে কবে, দেখে নিন একনজরে
Banks will be closed on 17 days in the month of december! take a glance

- Truth Of Bengal: আর একটা মাস। তারপরেই নতুন বছর। আর বছরের শেষ মাস ডিসেম্বর মানেই ক্রিসমাস, ২০২৪ কে বিদায় জানিয়ে ২০২৫-কে বরণ করে নেওয়ার পালা। তবে, এবার ডিসেম্বরে বেশ অনেকদিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। দেশের বিভিন্ন রাজ্যে ব্যাঙ্কগুলি মোট ১৭ দিন বন্ধ থাকবে। এর মধ্যে রয়েছে আঞ্চলিক ও জাতীয় ছুটি, সাপ্তাহিক ছুটি, দ্বিতীয় ও চতুর্থ শনিবার।
কবে কবে ছুটি রয়েছে ব্যাঙ্কে-
- ১ ডিসেম্বর, রবিবার: সাপ্তাহিক ছুটি (সারাদেশ)
- ৩ ডিসেম্বর, শুক্রবার: সেন্ট ফ্রান্সিস জেভিয়ারের উৎসব (গোয়া)
• ৮ ডিসেম্বর, রবিবার: সাপ্তাহিক ছুটি (সারাদেশ)
• ১২ ডিসেম্বর, মঙ্গলবার: পা-টোগান নেংমিনজা সাংমা (মেঘালয়)
• ১৪ ডিসেম্বর, শনিবার: দ্বিতীয় শনিবার (সারাদেশ)
• ১৫ ডিসেম্বর, রবিবার: সাপ্তাহিক ছুটি (সারাদেশ)
• ১৮ ডিসেম্বর, বুধবার: ইউ সো সো থামের মৃত্যুবার্ষিকী (মেঘালয়)
• ১৯ ডিসেম্বর, বৃহস্পতিবার: গোয়া মুক্তি দিবস (গোয়া)
• ২২ ডিসেম্বর, রবিবার: সাপ্তাহিক ছুটি (সারাদেশ)
• ২৪ ডিসেম্বর, মঙ্গলবার: বড়দিনের আগের দিন (মিজোরাম, নাগাল্যান্ড, মেঘালয়)
• ২৫ ডিসেম্বর, বুধবার: বড়দিন (সারাদেশ)
• ২৬ ডিসেম্বর, বৃহস্পতিবার: বড়দিন-পরবর্তী উদযাপন (মিজোরাম, নাগাল্যান্ড, মেঘালয়)
• ২৭ ডিসেম্বর, শুক্রবার: বড়দিনের সম্প্রসারিত উদযাপন (মিজোরাম, নাগাল্যান্ড, মেঘালয়)
• ২৮ ডিসেম্বর, শনিবার: চতুর্থ শনিবার (সারাদেশ)
• ২৯ ডিসেম্বর, রবিবার: সাপ্তাহিক ছুটি (সারাদেশ)
• ৩০ ডিসেম্বর, সোমবার: ইউ কিয়াং নাংবাহ দিবস (মেঘালয়)
• ৩১ ডিসেম্বর, মঙ্গলবার: নববর্ষের প্রাক্কাল/লোসোং/নামসোং (মিজোরাম, সিকিম)
তবে, ব্যাঙ্কের শাখা বন্ধ থাকলেও চালু থাকবে ডিজিটাল ব্যাঙ্কিং পরিষেবা। সারা দেশে এটিএম-ও কাজ করবে। অসুবিধার সম্মুখীন হতে হবে না গ্রাহকদের।