দেশ

তেলেঙ্গানা রাজ্যে ব্যাঙ্ক ডাকাতি,১৯ কেজিরও বেশি সোনার গয়না চুরি

Bank robbery in Telangana, over 19 kg of gold jewellery stolen

Truth of Bengal: তেলেঙ্গানা রাজ্যে ঘটে গেল ভয়ঙ্কর ব্যাঙ্ক ডাকাতি। রাজ্যটির ওয়ারঙ্গল জেলার একটি সরকারি ব্যাঙ্ক থেকে ১৩.৬ কোটি টাকা মূল্যের ১৯ কেজিরও বেশি সোনার গয়না চুরি হয়েছে। বুধবার পুলিশ এই তথ্য জানিয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, চোরেরা গ্যাস কাটার দিয়ে জানালা কেটে রায়পার্টি মণ্ডলে অবস্থিত ব্যাঙ্কটির ভিতর প্রবেশ করে এবং মূল ভল্ট থেকে প্রায় ১৯.৫ কেজি ওজনের স্বর্ণালঙ্কার চুরি করে পালিয়ে যায়। মঙ্গলবার চুরির কথা জানতে পেরে থানায় অভিযোগ দায়ের করে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। পরে মামলা দায়ের করা হয়।

পুলিশ সূত্র জানা গিয়েছে, চোরেরা এতটাই চালাক যে, প্রমাণ লোপাট করার জন্য শুধু সিসিটিভিই ভাঙেনি, ডিভিআরও নিয়ে গিয়েছে। পুলিশ জানায়, সিসিটিভি ক্যামেরাটি এমনভাবে ভেঙেছে যে, সেটি পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছে। পাশাপাশি চোরেরা ব্যাঙ্ক থেকে ডিজিটাল ভিডিও রেকর্ডার (ডিভিআর) নিয়ে গিয়েছে। ইতিমধ্যে চোরদের ধরতে পুলিশ চারটি দল গঠন করেছে। আরও তদন্ত চলছে। গোটা ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

Related Articles