দেশ

সমস্যার সম্মুখীন ৯৭ হাজার কৃষক

Bank accounts not linked to aadhaar

The Truth of Bengal: মহা বিপদে পড়েছে মহারাষ্ট্রের কৃষকেরা। আঁধার কার্ডের সঙ্গে মহারাষ্ট্রের কৃষকদের ব্যঙ্ক অ্যাকাউন্টগুলির কোন লিঙ্ক নেই। যার জেরে অসুবিধায় পড়তে হচ্ছে হাজার হাজার কৃষকদের। প্রায় ৯৭ হাজার কৃষকদের দুশ্চিন্তায় উড়েছে ঘুম। ব্যঙ্ক অ্যাকাউন্টগুলির সঙ্গে আঁধার কার্ডের কোন মিল না থাকাই নমো ক্ষেত্রীয় মহাসম্মান যোজনার সমস্ত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে মহারাষ্ট্রের কৃষকবৃন্দ।

এই তথ্যের কথা নিশ্চিত করে জানিয়েছেন কৃষিমন্ত্রী ধনঞ্জয় মুণ্ডে। কৃষি সংক্রান্ত কেন্দ্রীয় সরকারের সমস্ত যোজনার সুযোগ পাওয়ার পাশাপাশি এই যোজনার দেওয়া হত মহারাষ্ট্রের সরকারের পক্ষ থেকে। ২০২৩ সালের ২৬  অক্টোবর পর্যন্ত ব্যাঙ্কের অ্যাকাউন্টের সঙ্গে আঁধার কার্ডের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল সরকারের পক্ষ থেকে।

তারপর এত জন কৃষক করে উঠতে পারেননি। কৃষকদের সুবিধার কথা বিবেচনা করে আবারও নতুন করে ব্যাঙ্কের অ্যাকাউন্টের সঙ্গে আঁধার কার্ড লিঙ্ক করার কাজ শুরু করা হয়েছে মহারাষ্ট্রে। তবে কত দিন পর্যন্ত এই কাজ চলবে সেই সম্পর্কে এখনও পর্যন্ত কোন দিনক্ষণ ঘোষণা করা হয়নি সরকারের পক্ষ থেকে।

Related Articles