দেশ

ভর্ৎসনার মুখে বেঙ্গালুরুর পৌর প্রশাসন

Bangalore Municipal Administration

The Truth of Bengal : বেঙ্গালুরুর পুরো শহর ঢেকে রয়েছে  বড় বড় ফ্লেক্স আর হোর্ডিং এ। পৌরসভার চোখের সামনে চলছে এই কাজ অথচ কারুর কোন ভ্রুক্ষেপ নেই। এই ঘটনায় কর্ণাটক হাইকোর্ট ক্ষুব্ধ হয়ে পৌরসভার কর্মকর্তাদের কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। শহরের বড় শত্রু বেঙ্গালুরু নগর পালিকা এই বলে তোপ বিচারপতিদের। এই তোপে রীতিমত অস্বস্তিতে পড়ে যায় পৌরসভার কর্মকর্তারা।

কর্ণাটক হাইকোর্টের দুই বিচারপতি প্রসন্ন বি ভারালে এবং বিচারপতি কৃষ্ণা আগামী ২৮ দিনের মধ্যে পৌর প্রশাসন কে ফ্লেক্স এবং হোর্ডিংগুলির একটি সমীক্ষা জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। এই সমীক্ষার উদ্দেশ্য হল । এই সমীক্ষার মূল উদ্দেশ্য হল সরকারিভাবে স্বীকৃতি ছাড়া কতগুলি ফ্লেক্স আর হোর্ডিং স্থাপন করা হয়েছে তার তালিকা তৈরি করা। আদালত থেকে জানানো হয় পৌরসভার গাফিলতিতে অবৈধ ভাবে এই সমস্ত বিজ্ঞাপনের বাড়বাড়ন্ত শহরে।

বিএমপির গাফিলতির কারণে বিজ্ঞাপনের জন্য করের বোঝা চাপছে সাধারন জনগণের ওপর। কোটি টাকা লসের জন্য জনগণ দের অর্থ দিয়ে সাহায্য করতে পারছেনা প্রশাসন। হোর্ডিং এর কারণে বেঙ্গালুরু শহরের দৃশ্য অতন্ত্য জঘন্য দেখাচ্ছে বলে জানায় কর্ণাটক হাইকোর্ট।

Free Access 

Related Articles