দেশ

মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে প্রার্থী হলেন বাবা সিদ্দিকির পুত্র জিশান সিদ্দিকি

Baba Siddiqui's son Zeeshan Siddiqui is a candidate for the Maharashtra Assembly elections

Truth of Bengal: মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে প্রার্থী হলেন বাবা সিদ্দিকির পুত্র জিশান সিদ্দিকি। তবে বাবার দল শরদ পাওয়ারের এনসিপির হয়ে নয়, তিনি প্রার্থী হলেন অজিত পাওয়ারের এনসিপির হয়ে। উল্লেখ্য এর আগে হাত শিবিরে ছিলেন জিশান। তবে গত আগস্ট মাসে বিধানসভা কাউন্সিলের নির্বাচনে ক্রস ভোটিংয়ের অভিযোগে কংগ্রেস থেকে বহিষ্কার করা হয়েছিল তাঁকে।

শরদ পওয়ারের দল এনসিপির গুরুত্বপূর্ণ নেতা ছিলেন বাবা সিদ্দিকি। তাঁর মৃত্যুর পর শুক্রবার অজিত পাওয়ারের এনসিপিতে যোগ দিলেন কংগ্রেস থেকে বহিষ্কৃত বাবা সিদ্দিকির পুত্র জিশান সিদ্দিকি। মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে এবার জিশানকে বান্দ্রা পূর্ব কেন্দ্র থেকে টিকিট দিয়েছে অজিত পাওয়ার।

২০১৯ সালের বিধানসভা নির্বাচনে হাত প্রতীক নিয়ে বান্দ্রা পূর্ব কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন জিশান। অজিত গোষ্ঠার এনসিপিতে যোগ দিয়ে জিশান বলেন, তাঁর ও নিজের পরিবারের কাছে এই দিনটা আবেগের। এই কঠিন সময়ে তাঁর পাশে থাকার জন্য অজিত পাওয়ার, প্রফুল প্যাটেলদের ধন্যবাদ জানান তিনি। এই কেন্দ্রে তাঁর প্রতিপক্ষ হতে চলেছেন বরুণ সরদেশাই। যিনি আবার উদ্ধব ঠাকরের ভাইপো।