রামনবমীর দিন রেকর্ড গড়তে চলেছে অযোধ্যার রামমন্দির
Ayodhya's Ram Mandir is going to set a record on Ram Navami day

The Truth of Bengal: আগামী ১৭ এপ্রিল রামনবমীর দিন রেকর্ড গড়তে চলেছে অযোধ্যার রামমন্দির। রামনবমীর দিন ধুমধাম করে রামমন্দিরে পুজোর আয়োজন করা হয়েছে। ওই দিনই দেবরাহা হংস বাবা ট্রাস্টের পক্ষ থেকে রামমন্দিরে পাঠানো হবে ১ লক্ষ ১১ হাজার ১১১ কেজি লাড্ডু। প্রথমে এই লাড্ডু দিয়ে ৫ বছরের শিশু রামলালার পুজো দেওয়ার পর রামনবমীর দিন রামমন্দিরে আসা সকল ভক্তদের মধ্যে ভাগ করে দেওয়া হবে এই লাড্ডু।
ইতিমধ্যেই দেবরাহা হংস বাবা ট্রাস্টের তরফ থেকে জানানো হয়েছে তারা প্রতি সপ্তাহেই দেশের মধ্যে থাকা জনপ্রিয় মন্দির গুলিতে এইভাবে প্রসাদ পাঠান। এর আগেও কাশী বিশ্বনাথ মন্দির, তিরুপতি বালাজি মন্দিরেও এই ট্রাস্টের পক্ষ থেকে পাঠানো হয়েছে লাড্ডু। এবার রামলালের লাড্ডু খাওয়ার পালা। প্রসঙ্গতও, জানুয়ারিতে প্রাণ প্রতিষ্ঠা হয়েছে অযোধ্যার রামলালার।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজ হাতে অযোধ্যা মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা করেছেন। সেই দিনও দেবরাহা হংস বাবা ট্রাস্টের তরফ থেকে রামলালাকে উৎসর্গ করে ৪০ হাজার কেজি লাড্ডু পাঠানো হয়েছিল রাম মন্দিরে। রামলালাকে একবার দেখতে ভক্তদের ভিড় দেখার মত। আগের দিন রাত থেকে এসে ভক্তরা লাইন দিয়ে দাঁড়িয়ে। মন্দির বন্ধ হওয়ার সময় এগিয়ে আসলেও ভক্তদের মন্দির চত্বরে আনাগোনা লেগেই থাকে। কেবল দেশ নয় বিদেশের নানা জায়গা থেকেও রামলালার টানে এসেছেন ভক্তরা।