
The Truth of Bengal: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে শনিবার উদ্বোধন হয়েছে অযোধ্যার নবনির্মিত বিমানবন্দরের। নাম দেওয়া হয়েছে মহর্ষি বাল্মিকী আন্তর্জাতিক বিমানবন্দর অযোধ্যা ধাম। অযোধ্যার রাম মন্দিরের মেগা উদ্বোধনের আগে আজ থেকে চালু হয়ে যাচ্ছে বিমানবন্দর। অযোধ্যার এই আন্তর্জাতিক বিমানবন্দর তৈরি করতে সময় লেগেছে দুই বছরেরও কম। রেকর্ড সময়ের মধ্যে তৈরি হয়ে গিয়েছে আস্ত এই বিমানবন্দর। অযোধ্যায় রোড শো করেন প্রধানমন্ত্রী। ধর্মপথ রামপথ হয়ে চলছে মোদির কনভয়। মোদির কনভয় ঘিরে চলে পুষ্প বৃষ্টি।
অযোধ্যাবাসীকে হাত নাড়িয়ে অভিবাদন প্রধানমন্ত্রীর। রোড শো চলাকালীন রাস্তার দুপাশে সাংস্কৃতিক অনুষ্ঠান চলে। অযোধ্যা জুড়ে শ্রী রামচন্দ্র ও নরেন্দ্র মোদীর কাট আউট। মোদিকে ঘিরে উচ্ছ্বাস অযোধ্যাবাসী। অযোধ্যা জুড়ে সিসিটিভিতে নজরদারি। ২২ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন। উদ্বোধনের আগে অযোধ্যায় রয়েছেন প্রধানমন্ত্রী। শনিবার সকালেই রামতীর্থ অযোধ্যায় পৌঁছে গিয়েছেন প্রধানমন্ত্রী। চার দিকে সাজো সাজো রব। মন্দিরনগরী অযোধ্যায় বিমানবন্দর তৈরির পর খুশি এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়াও।
সংবাদসংস্থা এএনআইকে আজ সকালে এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়ার চেয়ারম্যান সঞ্জীব কুমার জানিয়েছেন, “মাত্র ২০ মাসের রেকর্ড সময়ের মধ্যে এই অযোধ্যা বিমানবন্দর তৈরি করা হয়েছে।” তাঁর কথায়, “অযোধ্যার জন্য বিমান যোগাযোগ ব্যবস্থা খুবই গুরুত্বপূর্ণ। আগামী দিনে আরও মানুষ এখানে আসবেন, তখন যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে। এই বিমানবন্দর তৈরির পর এয়ারপোর্ট অথরিটি ভীষণ আপ্লুত। আমার বিশ্বাস, অযোধ্যাবাসীও ভীষণ খুশি।”