দেশ

অতিশিকে কড়া নোটিস কমিশনের, বিধিভঙ্গের অভিযোগ ঘিরে শোরগোল

Atishi Marlena strict notice commission, noise around complaints of violation of rules

The Truth of Bengal: আম আদমি পার্টির শীর্ষ নেত্রী অতিশি মারলেনাকে নোটিশ পাঠাল কেন্দ্রীয় নির্বাচন কমিশন। নির্বাচনী বিধি ভঙ্গের জন্য পাঠানো হয়েছে এই নোটিশ। কয়েকদিন আগে অতিশি দাবি করেন,তাঁকে বিজেপিতে যোগ দেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে।এমনকি আপের শীর্ষ নেত্রীও কিচেন ক্যাবিনেটের সদস্য অতিশি মারলেনা বিস্ফোরক অভিযোগ করেন গ্রেফতারের হুমকিও তাঁকে দেওয়া হচ্ছে।

এই চাঞ্চল্যকর অভিযোগের পরেই বিজেপি নড়েচড়ে বসে।লোকসভা ভোটের আগে সেই অতিশি মারলেনার বিস্ফোরক অভিযোগকে সামনে রেখে বিজেপি চাপ বাড়ায়।কেন্দ্রের শাসকরা কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য দাবি জানায়।সেইমতো কেন্দ্রীয় নির্বাচন কমিশন অতিশি মারলেনাকে নোটিস পাঠিয়েছে। নির্বাচনী বিধি ভঙ্গের জন্য কড়া বার্তা দেওয়া হয়েছে।

বিজেপির দিল্লির সভাপতি বীরেন্দ্র শচদেব  জানিয়েছেন,আম আদমি পার্টি,আসলে সংকটের মধ্যে যাচ্ছে। তাই জনভিত্তি টলে যাওয়ায় এই ধরণের ভিত্তিহীন অভিযোগ করছে। এরআগে কংগ্রেস,আরজেডি,জেডিএসও দলভাঙানোর অভিযোগ করে।মধ্যপ্রদেশ-মহারাষ্ট্রের দলভাঙিয়ে সরকার গড়ার নজিরকে সামনে রেখে বিজেপি বিরোধী ইন্ডিয়া জোটও চাপ বাড়াচ্ছে এই ইস্যুতে।সবমিলিয়ে ভোটের আগে দল ভাঙানোর ইস্যু যে তপ্ত হাওয়া তুলছে তা বলাই যায়।

Related Articles