
The Truth Of Bengal: দিল্লির জলসংকট সমস্যার দাবি জানিয়ে অনির্দিষ্টকালের জন্য অনশনে বসেন মন্ত্রী। অনশন চলাকালীন শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার থেকে অনির্দিষ্টকালের জন্য অনশনে বসেন মন্ত্রী। দিল্লিতে দেখা দিয়েছে তীব্র জল সংকট । আরও জলের দাবিতে অনির্দিষ্টকালের জন্য অনশন শুরু করেছেন দিল্লির মন্ত্রী তথা আপ নেত্রী অতিশী মারলেনা । তিনি জানিয়েছেন, ‘দিল্লিতে তীব্র জল সংকটে পাশে দাঁড়ায়নি হরিয়ানা সরকার।’ হরিয়ানা সরকার দিল্লির ২৮ লাখ বাসিন্দাকে জল না দেওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য তার আন্দোলন চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। জাতীয় রাজধানীতে রেকর্ড তাপপ্রবাহ পরিস্থিতির কারণে দিল্লির বাসিন্দাদের জলের সমস্যা আরও বেড়েছে। শহর জুড়ে জলের ট্যাঙ্কারের সামনে সারিবদ্ধ মানুষের দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। দিল্লির আম আদমি পার্টি সরকারের মতে, প্রতিবেশী হিমাচল প্রদেশ এবং হরিয়ানা সরকার দিল্লির জল বন্ধ করে ত্রি-দলীয় যমুনার জল-বণ্টন চুক্তিকে লঙ্ঘন করছে।