দেশ

বৈধতা পেল অসম চুক্তি, নাগরিকত্ব আইনের ৬-এর এ ধারা সাংবিধানিক: সুপ্রিম কোর্ট

Assam pact upheld, Section 6 of Citizenship Act constitutional: Supreme Court

Truth Of Bengal: ভারতীয় নাগরিকত্ব আইনের ৬-এর এ ধারা সাংবিধানিকভাবে বৈধ বলে ঘোষণা করল সুপ্রিম কোর্ট, যার ফলে অসম চুক্তি পেয়ে গেল আনুষ্ঠানিক বৈধতা। পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চের চার বিচারপতি নাগরিকত্ব আইনের এই ধারা সমর্থন করেছেন, তবে একজন বিচারপতি ভিন্নমত পোষণ করেছেন।

১৯৮৫ সালে তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী, অসম সরকার এবং অনুপ্রবেশ বিরোধী আন্দোলনকারীদের মধ্যে স্বাক্ষরিত অসম চুক্তি অনুযায়ী, ১৯৭১ সালের ২৪ মার্চের আগে বাংলাদেশ থেকে আসা শরণার্থীদের ভারতীয় নাগরিকত্ব দেওয়ার কথা ছিল। এই চুক্তির শর্ত অনুযায়ী, ওই তারিখের পরে ভারতে প্রবেশ করা ব্যক্তিদের নাগরিকত্ব বাতিল হবে। মানবিকতার খাতিরে এই শর্তের বৈধতা নিশ্চিত করার জন্য নাগরিকত্ব আইনে ৬-এ ধারা অন্তর্ভুক্ত করা হয়।

২০১২ সালে অসম সম্মিলিত মহাসংঘ এই ৬এ অনুচ্ছেদকে অসাংবিধানিক হিসেবে চ্যালেঞ্জ করে আদালতের কাছে আবেদন জানায়, তাদের দাবি ছিল এটি ভিন্ন ভিন্ন অনুপ্রবেশকারীদের জন্য আলাদা নাগরিকত্বের শর্ত দেয়। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের পাঁচ সদস্যের বেঞ্চ সেই দাবি খারিজ করে। বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, সূর্য কান্ত, এম এম সুন্দ্রেশ এবং মনোজ মিশ্র ৬-এ ধারার বৈধতার পক্ষে মত দেন, তবে বিচারপতি জে বি পার্দিওয়ালা ভিন্নমত প্রকাশ করেন।

কেন্দ্র ইতিমধ্যেই জানিয়েছে, ২০১৭ থেকে ২০২২ সালের মধ্যে নাগরিকত্ব আইনের ৬-এ ধারা অনুযায়ী ১৪ হাজার ৩৪৬ জন অনুপ্রবেশকারীকে দেশে থেকে বিতাড়িত করা হয়েছে, ১৭ হাজার ৮৬১ জন নাগরিকত্ব পেয়েছেন এবং আরও ৩২ হাজার ৩৮১ জনকে ‘বিদেশি’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

এই রায়টি অসমের রাজনৈতিক এবং সামাজিক পরিস্থিতিতে নতুন আলোচনার সূচনা করবে, যা নাগরিকত্ব ও অনুপ্রবেশের প্রশ্নে নানা মতামত এবং প্রতিক্রিয়ার জন্ম দেবে।

Related Articles