দেশ

২১ জন পড়ুয়াকে যৌন নিগ্রহ, আসামির ফাঁসির সাজা দিল অরুণাচলের পকসো আদালত

Arunachal POCSO court sentenced 21 students to death for sexual assault

Truth Of Bengal: দিন দিন যৌন নির্যাতন-ধর্ষণের মত ঘটনাগুলো বেড়েই চলেছে। তেমন এই পাশবিক কর্মের কঠিন থেকে কঠিন সাজারও দাবি করে চলেছে মানুষ। এবার অরুণাচল প্রদেশে এমনই যৌন হেনস্থার অভিযোগে অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে ফাঁসির সাজা দিল পকসো আদালত।

অরুণাচল প্রদেশের এক আবাসিক স্কুলের হস্টেলের ওয়ার্ডেনকে ২১ জন পড়ুয়াকে যৌন নিগ্রহ করার অভিযোগে দোষী সাব্যস্ত করল আদালত। আর তার জেরেই বৃহস্পতিবার আসামিকে ফাঁসির সাজা দিয়েছে ওই পকসো আদালত। এর পাশাপাশি আরও দুই আসামিকে ওই অপরাধে জরিত থাকার কারণে ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এই দুজনের মধ্যে এক জন স্কুলের হিন্দি শিক্ষক আর ওপর জন ওই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক।

২০১৯ থেকে ২০২২ সালের মধ্যে এই ঘটনা ঘটেছে। অন্ধ্রপ্রদেশের শি-ওমি জেলার এক সরকারি স্কুলে এই ঘটনাটি ঘটেছে। নির্যাতিতাদের মধ্যে ১৫ জন ছাত্রীর বয়স ৬-১৫ বছরের মধ্যে। ২০২৩ সালের নভেম্বর মাসে এই বিষয়টি প্রথম প্রকাশ্যে আসে। এ বিষয়ে স্কুলের দুই শিক্ষিকা ছাত্রিদের অভিভাবকদের জানিয়েছিলেন। তার পরেই এফআইআর দায়ের করা হয় স্থানীয় থানায়। অভিযোগের ভিত্তিতে ওই মাসেই হস্টেলের ওয়ার্ডেন গ্রেফতার হয়েছিলেন।

বৃহস্পতিবার আদালতের নির্দেশের পর ইটানগরের পুলিশ সুপার রোহিত রাজবীর সিংহ বলেন, “আদালতের এই সাজা ঘোষণার প্রভাব কেবলমাত্র এই নির্দিষ্ট মামলার ক্ষেত্রে সীমিত থাকল না। শিশুদের নিরাপত্তার জন্য বৃহত্তর সমাজের প্রতি একটি বার্তাও গেল এই নির্দেশে।” এর সাথে তিনি জানিয়েছেন, এই অপরাধের মূল অভিযুক্ত তথা হস্টেল ওয়ার্ডেনকে ভারতীয় দণ্ডবিধির ৩২৮, ৫০৬ ধারায় দোষী সাব্যস্ত করা হয়েছে। শুধু তাই নয় তার পাশাপাশি পকসো আইনের ৬, ১০ এবং ১২ ধারায়ও দোষী সাব্যস্ত হয়েছে ওই আসামী।

Related Articles