সেনার বড় সাফল্যঃ জম্মু-কাশ্মীরের কুলগামে নিকেশ ৪ কুখ্যাত সন্ত্রাসবাদী
Army's big success: Nikesh 4 notorious terrorists in Kulgam, Jammu and Kashmir

The Truth Of Bengal : ভূস্বর্গে জঙ্গি সন্ত্রাস নির্মূল করার জন্য সেনা তত্পরতা বাড়িয়েছে। সাম্প্রতিক সময়ে পাক মদতপুষ্ট জঙ্গিরা এলওসি পেরিয়ে ঢুকলেই তারা কড়া চ্যালেঞ্জের মুখে পড়ছে বলে নিরাপত্তা রক্ষীদের একাংশের দাবি। উত্তর কাশ্মীরে ১৯জুন থেকে ৩টি বড় সন্ত্রাসবিরোধী অভিযান চালানো হয়।তাতে ৩জন জঙ্গি নিকেশ হয়ে যায়। এরপর গত ২২জুন উরিতে সন্ত্রাসবিরোধী অভিযানে এক জঙ্গি প্রাণ হারায়।কিন্তু তারপরেও সন্ত্রাসবাদী কার্যকলাপ না কমায় আবারও অভিযান জারি রেখেছে নিরাপত্তা বাহিনী।কুলগামে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৪ কুখ্যাত জঙ্গি প্রাণ হারায়।কাশ্মীরের আঞ্চলিক পুলিশ কর্তারা জানিয়েছেন,কুলগ্রামের ফ্রিসাল চিন্নিগামে এলাকা পুণরুদ্ধার করার কাজ জারি রয়েছে। উল্লেখ্য,কাশ্মীর এখন কেন্দ্রীয় সরকারের শাসনাধীন।
সম্প্রতি ঠিক হয়েছে,জম্মু-কাশ্মীরে বিধানসভা নির্বাচন হবে। সেইমতো ভোটের প্রস্তুতি আগামীদিনে শুরু হবে বলে আশা করা হচ্ছে।তার মাঝে জঙ্গি সন্ত্রাস দমনে প্রশাসনিক স্তরে তত্পরতা জারি আছে।কিভাবে সীমান্ত পেরিয়ে সন্ত্রাসবাদীরা কাশ্মীরে ঢুকছে তাই নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে।তাই সুরক্ষার স্বার্থে কাশ্মীরের সার্বিক পরিস্থিতির উন্নতি করতে কেন্দ্র কী ধরণের ব্যবস্থা নেয়,সেটাই সবমহলের কাছে লক্ষ্যণীয় বিষয় হয়ে উঠেছে।
এর আগে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং হুঙ্কার দেন,পাকিস্তানের ভিতরে গিয়ে প্রয়োজনে জঙ্গি নিকেশ করতে অভিযান চালাতে পিছপা হবে না ভারতীয় সেনা বাহিনী।তাই লাগাতার সন্ত্রাসবাদীদের গা ঢাকা দিয়ে থাকার ঘটনা প্রকাশ্যে আসায় জওয়ানদের গতিবিধি যে বেড়েছে তা বলাই যায়। বাড়ানো হয়েছে,সীমান্তবর্তী এলাকায় বিশেষ নজরদারি।