থানায় আগুন লাগানোকে কেন্দ্র করে রণক্ষেত্র বিহারের আরারিয়া
Araria in Ranakshetra Bihar focused on setting police station on fire

The Truth Of Bengal : পুলিশ স্টেশনের মধ্যে নাবালিকা স্ত্রীর আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনাটি ঘটেছে বিহারের আরারিয়ায়। সম্পূর্ণ ঘটনায় ক্ষুব্ধ জনতা পুলিশ স্টেশন ক্যাম্পাসে আগুন ধরিয়ে দেয় এবং পুলিশকে উদ্দেশ্য করে পাথর নিক্ষেপ করে। সম্পূর্ণ ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকায়।
সূত্রের খবর, বৃহস্পতিবার বাল্যবিবাহের অভিযোগে আটক হয় ৩২ বছর বয়সী এক ব্যক্তিকে। এরপর তার নাবালিকা স্ত্রী বিহারের আরারিয়া পুলিশ স্টেশনের লকাপে আত্মহত্যা করেন। আর এই ঘটনা জানাজানি হতেই স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে পুলিশ স্টেশনের সামনে বিক্ষোভ দেখায়। শুক্রবার এলাকাবাসীরা পুলিশ স্টেশন, ক্যাম্পাসে আগুন ধরিয়ে দেয় এবং পুলিশের দিকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করতে থাকে।
কি ঘটেছিল?
কিছুদিন আগে ৩২ বছর বয়সী এক ব্যক্তি ১৪ বছর বয়সী নাবালিকা শ্যালিকাকে বিবাহ করেন। নাবালিকার দিদি ছিল ওই ব্যক্তির স্ত্রী। বাড়িতে স্ত্রী থাকা সত্ত্বেও ওই ব্যক্তি নিজের শ্যালিকাকে বিয়ে করেন। এরপর নাবালিকার দিদি এবং তার বাবা পুলিশের কাছে অভিযোগ জানায়। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে তারাবাড়ি থানার পুলিশ তাকে পুলিশ স্টেশনে তুলে নিয়ে যায়। বৃহস্পতিবার ওই নাবালিকাকে জিজ্ঞাসাবাদ এর জন্য পুলিশ স্টেশনে নিয়ে আসা হয়। সেখানে বৃহস্পতিবার সন্ধ্যায় দুজনেই আত্মহত্যা করে। এই ঘটনা জানাজানি হতেই এলাকাবাসীরা ক্ষুব্ধ হয়ে ওঠে। বিক্ষুব্ধ এলাকাবাসীরা পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ এবং স্লোগান দিতে থাকে। স্থানীয়দের অভিযোগ, পুলিশ হেফাজতে থেকে মারধরের পরে নব দম্পতি মারা গিয়েছে। এলাকাবাসীরা প্রথমে ঢিল ছুঁড়ে এরপর থানায় আগুন ধরিয়ে দেওয়ার আগে ভাঙচুর চালায়।
গ্রামবাসীদের তান্ডবের খবর ছড়িয়ে পড়তে বিভিন্ন থানার উচ্চপদস্থ কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে ১০ থেকে ১৫ রাউন্ড গুলি চালাতে হয়। পুলিশের গুলির আঘাতে একজন চা বিক্রেতা মনোজ কুমার সিং এবং মঞ্জু দেবী গুরুতর আহত হয়। আর এদিকে স্থানীয়দের ছোঁড়া পাথরের আঘাতে আহত হন আয়ারিয়া এসপি সহ ৩-৪ জন পুলিশ।
আরারিয়া পুলিশ সুপার অমিত রঞ্জন জানান, “ক্ষুব্ধ জনতাদের মধ্যে ১৭ জনকে ইতিমধ্যে আটক করা হয়েছে। বাকিদের সিসিটিভি ফুটেজের দ্বারা চিহ্নিত করা হচ্ছে। এই বিষয়ে একটি এফআইআরও নথিভূক্ত করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এফএসএল টিমও এর তদন্ত শুরু করেছে।”