CAA-র বিশেষ পোর্টালে আবেদন, ১৪ জন শরণার্থীকে দেওয়া হল নাগরিকত্ব
Applying on special portal of CAA, 14 refugees were granted citizenship

The Truth of Bengal: সংশোধিত নাগরিকত্ব আইন কার্যকর হওয়ার পর নাগরিকত্ব দেওয়া হল। ১৪ জন শরণার্থীকে নাগরিকত্ব দিল কেন্দ্র। বুধবার ১৪ জনের হাতে নাগরিকত্বের নথি তুলে দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা। যারা এই নাগরিকত্ব পেলেন তাঁরা অনলাইনে আবেদন করেছিলেন। সব কিছু খতিয়ে দেখে কেন্দ্রের সরকার তাঁদের হাতে নাগরিকত্বের সার্টিফিকেট তুলে দিল।
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দাবি করেছিলেন, দ্রুত সংশোধিত নাগরিকত্ব আইনের অধীনে ৩০০ জনকে নাগরিকত্ব দেওয়া হবে। সেই কথার আংশিক বাস্তবায়ন হল বুধবার। ১৪ জনের হাতে তুলে দেওয়া হল নাগরিকত্ব। আজ যারা নাগরিকত্ব পেলেন সেই ১৪ জন CAA-র জন্য চালু করা বিশেষ পোর্টালের মাধ্যমে আবেদন করেছিলেন। সঙ্গে দিয়েছিলেন যাবতীয় নথিপত্র। সব কিছু খতিয়ে দেখা হয় কেন্দ্রের তরফে। নথি যাচাইয়ের পর তাঁদের নাগরিকত্ব দেওয়ার সিদ্ধান্ত নেয় কেন্দ্রের সরকার। যারা এদিন নাগরিকত্ব পেলেন তাঁদের শুভেচ্ছা জানিয়েছেন স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লা।
#WATCH | Citizenship Certificates were physically handed over to 14 applicants in Delhi today. Digitally signed Certificates are being issued to many other applicants through email: Ministry of Home Affairs pic.twitter.com/fwpo2FxzlM
— ANI (@ANI) May 15, 2024
ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে ভারতে আসা অ-মুসলিম শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার জন্য আনা হয় সংশোধিত নাগরিকত্ব আইন বা CAA। পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তানের মতো দেশ থেকে যারা এদেশে আসেন তাঁরাই পাবেন এই সুবিধা। তবে মমতা বন্দ্যোপাধ্যায় সহ বেশ কয়েকটি রাজ্যের মুখ্যমন্ত্রী এই আইনের বিরোধিতা করেন। নিঃশর্ত নাগরিকত্ব দেওয়ার দাবি ওঠে। যা নিয়ে এখনও বিতর্ক অব্যাহত।
Citizenship Certificates were physically handed over to 14 applicants in Delhi today. Digitally signed Certificates are being issued to many other applicants through email: Ministry of Home Affairs pic.twitter.com/0qCN999FJy
— ANI (@ANI) May 15, 2024
২০১৯ সালে নাগরিকত্ব সংশোধনী বিল পাশ হলেও গত ১১ মার্চ লোকসভা নির্বাচনে মুখে CAA কার্যকর করার কথা ঘোষণা করে কেন্দ্র। যারা নাগরিকত্ব পেতে চান তাঁদের জন্য চালু করা হয় বিশেষ পোর্টাল। সেই পোর্টালে আবেদন জমা পড়ছে। আপাতত ১৪ জনকে নাগরিকত্ব দিল কেন্দ্রীয় সরকার।