দেশ
Trending

ফের রাজধানীতে শিশু হাসপাতালে অগ্নিকাণ্ড, মৃত ৭

Another fire in the children's hospital in the capital, 7 dead

The Truth Of Bengal: ফের হাসপাতাল চত্বরে অগ্নিকাণ্ডের ঘটনা রাজধানীতে। শিশুদের এক চক্ষু হাসপাতালে বুধবার ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বাইরে থেকে দেখা যায় দাউ দাউ করে আগুনের লেলীহান শিখা নির্গত হচ্ছে। ইতিমধ্যেই এই অগ্নিকাণ্ডের ঘটনায় একাধিক ভিডিয়ো সামনে এসেছে । যদি ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ‘বাংলা জাগো’। তড়িঘড়ি আগুন নিয়ন্ত্রণে আনার জন্য ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হয় দমকলের ১২ ইঞ্জিন। ওই চক্ষু রোগ বিশেষজ্ঞ হাসপাতালের মূল ভবন থেকেই আগুন নির্গত হতে থাকে বলে সূত্রের খবর।

পুলিশ সূত্রে খবর ওই হাসপাতালে সকাল ১১ টা নাগাদ দিল্লি লাজপত নগরে একটি চক্ষু হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। দমকল বাহিনী ঘটনাস্থলে আসতেই আপ্রাণ চেষ্টা করে তারা আগুন নেভাতে। ওই হাসপাতালের ভিতর কেউ আটকে  পড়েছে কিনা তাও খতিয়ে দেখা হয়েছে। এই ঘটনায় কিভাবে ওই শিশু হাসপাতালে আগুন লাগলো তা তদন্ত শুরু করেছে পুলিশ। এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর মেলেনি।

তবে মাত্র ১০ দিনের মধ্যে ফের দিল্লির শিশু হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো। এর আগে দিল্লির গত ২৬ মে দিল্লির পূর্ব দিল্লির বিবেক বিহার এলাকায় একটি শিশু হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে মৃত্যু হয় ৭ সদ্যজাতের। আহত হয় বহু শিশু। এই ঘটনার পর আবারও শিশু হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা। এই পরিস্থিতিতে দিল্লির একাধিক শিশু হাসপাতালের নিরপত্তা নিয়ে উঠছে প্রশ্ন।

Related Articles