দেশ

দিল্লির স্কুলে ফের বোমা হামলার হুমকি, আতঙ্কে ছাত্র-শিক্ষকরা

Another bomb threat at Delhi school, students and teachers in panic

Truth Of Bengal: দিল্লির স্কুলগুলোতে আবারও বোমা হামলার হুমকি। শুক্রবার সকালে রাজধানীর দুটি স্কুলে বোমাতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ সূত্রে জানা গেছে, গত দুই মাসে দিল্লিতে এ ধরনের ঘটনা এক ডজনেরও বেশি বার ঘটেছে।

বুধবার দিল্লির ৭০টি বিধানসভা আসনে ভোটগ্রহণ হয়েছে, আর শনিবার সকাল থেকে গণনা শুরু হবে। এর মধ্যেই ইমেল পাঠিয়ে বোমা হামলার হুমকি দেওয়ায় চিন্তায় পড়েছে পুলিশ। দিল্লি ফায়ার সার্ভিসের (ডিএফএস) এক আধিকারিক জানিয়েছেন, নয়ডা সীমানার কাছে অবস্থিত শিব নাদার ও অ্যালকন স্কুলে বোমা থাকার হুমকি দেওয়া হয়।

সতর্কতার কারণে স্কুল দুটির সব শিক্ষার্থীকে বাড়ি পাঠিয়ে পুলিশ তল্লাশি চালায়, তবে কোনো বিস্ফোরক মেলেনি। উল্লেখ্য, কয়েকদিন আগেই নয়ডার চারটি স্কুলে একই ধরনের হুমকি ইমেলের মাধ্যমে দেওয়া হয়েছিল। সেই ঘটনায় নবম শ্রেণির এক ছাত্রকে আটক করেছিল পুলিশ।

তদন্তে জানা যায়, ওই কিশোর ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক (ভিপিএন) ব্যবহার করে নিজের আইপি অ্যাড্রেস ও অবস্থান গোপন করেছিল। সে স্কুলে যেতে না চাওয়ার কারণেই এই ভুয়া হুমকি দিয়েছিল। তবে শুক্রবারের নতুন বোমাতঙ্কের ঘটনা পুলিশকে আরও চিন্তায় ফেলেছে। তদন্ত চলছে, কে বা কারা এই হুমকির পেছনে রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

Related Articles