ফের মহাকুম্ভে দুর্ঘটনা, মৌনি অমাবস্যায় পুণ্যস্নানের হুড়োহুড়িতে অন্তত ১০ মৃত্যুর আশঙ্কা
Another accident at Mahakumbh, at least 10 feared dead in rush to take holy bath on Mauni Amavasya

Truth Of Bengal: ফের মহাকুম্ভে দুর্ঘটনা। এবার পদপিষ্টের ঘটনা ঘটল প্রয়াগরাজের মহাকুম্ভে। মৌনী অমাবস্যায় স্নান করার জন্য গঙ্গা যমুনা এবং আন্তঃসলিলা সরস্বতী নদীর সঙ্গমে হুড়োহুড়ি শুরু হয়। বুধবার ত্রিবেণী সঙ্গমে স্নান করতে গিয়ে ঘটে পদপিষ্টের ঘটনা। আশঙ্কা করা হচ্ছে, এই ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ১০ জনের। আহত হয়েছে বহু পুণ্যার্থী। এদিন মৌনী অমাবস্যা উপলক্ষে প্রয়াগরাজে ভিড় করেছিল কোটি কোটি মানুষ। ঘটনাটির রাত দুটো নাগাদ ঘটেছে বলে সূত্র মারফত জানা গিয়েছে। সেই ভোর রাত থেকে এখনও পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার অন্য চেষ্টা করছে প্রশাসন। নামানো হয়েছে র্যাফও।
সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, অতিরিক্ত ভিড়ের কারণে হুড়োহুড়ি শুরু করে দেয় পুন্যার্থীরা। এরপর শুরু হয় ধাক্কাধাক্কি যার জেরে ভিতরে আটকে পড়েন বহু মানুষ। যার পরিণতি হয় মর্মান্তিক। দুর্ঘটনার পর উদ্ধারকাজ শুরু শুরু করে প্রশাসন। আহতদের উদ্ধারের পর মেলা প্রাঙ্গণের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এখানকার প্রশাসনিক অধিকারিকেরা জানান, অনেক পুন্যার্থীদের মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
উল্লেখ্য, চলতি মাসের ১৯ তারিখে মহাকুম্ভে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। দাও দাও করে জ্বলে উঠেছিল ১৯ নম্বর সেক্টরে গীতা প্রেসের তাঁবু। সেখান থেকে আগুন ছড়িয়ে পড়ে ৫০ টিরও বেশি তাবু ক্ষতিগ্রস্ত হয়। এবার ফের মহাকুম্ভে দুর্ঘটনার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পুণ্যার্থীদের মধ্যে।