দেশ
Trending

‘শিং নেই তবু নাম তার সিংহ’ – প্রাণী নয় মানুষের মাথায় শিং! আজব কাণ্ড ঘিরে তোলপাড় নেট দুনিয়া

Animals are not horns on people's heads! The net world is buzzing around the strange incident

The Truth Of Bengal : আপনারা তো জানেনই গরু বা অন্য কোনও প্রাণীর মাথায় শিং হয়। গরুর শিং নিয়ে কত কথা হয়। কবিতা থেকে পদ্য সবেতেই সেই শিংয়ের কাণ্ড শোরগোল পড়ে যায়। এমনকি একসময় সুরের জগতে শোনা গেছে, শিং নেই তবু নাম তার সিংহ…। এখন সেই শিং নিয়ে বিড়াম্বনায় মধ্যপ্রদেশের এক ব্যক্তি। সাগর জেলার রাহি গ্রামের বছর ৬০-৭০ র শ্যামলাল যাদবের এখন মাথা ব্যথার কারণ এই শিং। রীতিমতো গ্রাম ছাড়িয়ে ভিন গ্রামের মানুষের কাছে তিনি হৈচৈ ফেলে দিয়েছেন।

অদ্ভুত দর্শনের মানুষ দেখতে সর্বত্র হুড়োহুড়ি পড়ে গেছে।একেবারে যেন মানবসমাজে তিনি ব্যতিক্রমী ব্যক্তিত্ব।    কি করে এই শিং হল শ্যামলালের মাথায় ?  বারবার তিনি সেই শিং ছেঁটে ফেলার চেষ্টা করেন।তবুও মাথা ব্যথার কারণ সেই শিং কিছুতেই হঠাতে পারেন নি। কঠিন হলুদ রংয়ের শিং নিয়ে চলাফেরা করা বেশ মুশকিল হয় বয়স্ক মানুষটির।  শরনাপন্ন হয়েছেন চিকিত্সকের। সব দিক খতিয়ে দেখে চিকিত্সকরা জানান,এটি আসলে চামড়ার সমস্যার জন্য এই শিং হয়েছে।

দীর্ঘমেয়াদি চিকিত্সায় নিরাময় সম্ভব নয়। রেডিয়েশনের কারণে এই উদ্ভট সমস্যার সূত্রপাত। যদি কোনওভাবে এই স্কিন প্রবলেমের মোকাবিলা না করা যায় তাহলে ক্যান্সারের মতো মারণ ব্যধি হতে পারে বলে আশঙ্কা করছেন চিকিত্সকরা।প্রতিবেশীরা এই শিংওয়ালা ব্যক্তিকে নিয়ে আড্ডার আসরে চর্চা করছেন। সোশ্যাল মিডিয়াতেও শিরোনামে উঠে আসছেন।নেটিজেনরাও এক ক্লিকেই দূর থেকে  চাক্ষুষ করতে পারছেন অন্যরকম শিং ওয়ালা এই মানুষটিকে।

 

FREE ACCESS

Related Articles