
The Truth Of Bengal : বিজেপির বালুরঘাটের প্রার্থী সুকান্ত মজুমদার ও মালদা উত্তরের প্রার্থী খগেন মুর্মুর সমর্থনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নির্বাচনী জনসভা করলেন বাংলায়। আর সেই সঙ্গে এবারের লোকসভা ভোটে বাংলা থেকে কত আসন পেতে হবে তার আবারও লক্ষ্যমাত্রা বেঁধে দিলেন। গোটা দেশে ৩৭০ এর বেশি আসন পাবে বিজেপি দাবি করলেন অমিত শাহ। বাংলায় ৩০ টার বেশি আসন পাওয়ার কথা বললেন তিনি। জনতার সামনে ৩০টির বেশি আসন পেতে হবে বলে বার্তা দিলেন বিজেপির এই শীর্ষ নেতা। এদিনের সভা থেকে অমিত শাহ দাবি করেন কেন্দ্রে আবারও বিজেপি নেতৃত্বাধীন সরকার গড়ে উঠবে।
মমতা বন্দ্যোপাধ্যায় কে কড়া ভাষায় আক্রমণ শানান বিজেপির এই শীর্ষ নেতা। পশ্চিমবঙ্গে বোমাবাজি কাটমানির সংস্কৃতি চলছে বলে অভিযোগ করেন। সোনার বাংলায় আজ নৈরাজ্য চলছে বলে আক্রমণ করেন অমিত শাহ। বাংলায় তোষণের রাজনীতি চলছে বলে অভিযোগ তাঁর। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলা পিছিয়ে পড়ছে বলে অভিযোগ করেন বিজেপিরে কেন্দ্রীয় নেতা। অমিত শাহ বলেন কোন শিল্প কলকারখানা গড়ে উঠছে না, ক্রমশ পিছিয়ে যাচ্ছে, কোন বিকাশ হচ্ছে না।
অনুপ্রবেশ নিয়ে দিন সরব ছিলেন অমিত শাহ। মমতা বন্দ্যোপাধ্যায় কী অনুপ্রবেশ রুখতে পারবে প্রশ্ন করেন এই বিজেপি নেতা। এই অনুপ্রবেশকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোটব্যাঙ্ক। নাগরিকত্ব নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের কড়া সমালোচনা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। প্রত্যেকেই নাগরিকত্ব পাবেন দাবি করেন অমিত শাহ। হিন্দু বৌদ্ধ শিখ যারা শরণার্থী হয়ে এখানে বসবাস করছেন প্রত্যেকেই নাগরিকত্ব পাবেন। সিএএতে আবেদন করার আহ্বান জানান তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষকে ভুল বোঝাচ্ছেন অভিযোগ করেন অমিত শাহ। আবেদন করলে কোন ভয় নেই প্রত্যেকেই নাগরিকত্ব পাবেন বলেন অমিত শাহ। রাজ্যের মানুষকে মুক্ত মনের আবেদন করার আহ্বান জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
সন্দেশখালি প্রসঙ্গ টেনে এনে রাজ্যের সরকারের করা সমালোচনা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তৃণমূলকে ভোট দিলে সন্দেশখালীর মত ঘটনা ঘটবে, অপরাধীদের রাজত্ব তৈরি হবে মন্তব্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। সুশাসন আনতে পারে মোদি সরকারের কানুন মন্তব্য করেন অমিত শাহ।