দেশ

‘আমেঠি মাঙ্গে গান্ধি পরিবার’, স্লোগান তুললেন কংগ্রেস কর্মীরা

Amethi Cong Candidate 

The Truth of Bengal: গান্ধি পরিবারের ঘরের কেন্দ্র হিসেবে পরিচিত আমেঠি ও রায়বরেলি। এখনও এই দুই কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা করেনি কংগ্রেস। যা নিয়ে দলের কর্মীদের মধ্যে বাড়ছে অসন্তোষ। এবার আমেঠিতে দলীয় দফতরের বাইরে বিক্ষোভে বসলেন কংগ্রেস কর্মীরা। স্লোগান উঠল ‘আমেঠি মাঙ্গে গান্ধি পরিবার’। কে কে হবেন এই দুই কেন্দ্রের প্রার্থী, তা নিয়ে চলছে চর্চা। আগামী ২০ মে পঞ্চম দফার ভোটগ্রহণ। ওইদিনই ভোট নেওয়া হবে রায়বরেলি ও আমেঠি কেন্দ্রে। সেখানে মনোনয়ন জমা দেওয়ার আর মাত্র তিনদিন বাকি। কিন্তু এখনও সেখানে কংগ্রেস প্রার্থী ঘোষণা করতে পারল না।

যা নিয়ে দলের কর্মীদের মধ্যে বাড়ছে অসন্তোষ। এবার আমেঠিতে দলীয় দফতরের বাইরে বিক্ষোভে বসলেন কংগ্রেস কর্মীরা। স্লোগান উঠল ‘আমেঠি মাঙ্গে গান্ধি পরিবার’। কে কে হবেন এই দুই কেন্দ্রের প্রার্থী, তা নিয়ে চলছে চর্চা। কংগ্রেস কর্মীরা চাইছেন, গান্ধিদের গড় বলে একদা পরিচিত আমেঠিতে গান্ধি পরিবার থেকে কেউ প্রতিদ্বন্দ্বিতা করুন। এই আমেঠিতে একসময় জিতেছিলেন সঞ্জয় গান্ধি ও রাজীব গান্ধি। পরে রাহুল গান্ধি সেখানে তিনবার জিতলেও গতবার বিজেপি প্রার্থী স্মৃতি ইরানির কাছে তিনি হেরে যান।

এমন অবস্থায় রাহুলকে আমেঠি থেকে এবং প্রিয়াঙ্কাকে রায়বরেলিতে প্রার্থী হওয়ার ব্যাপারে রাজি করানোর দায়িত্ব পড়েছে দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গের ওপর। নির্বাচন কমিটির সদস্যরা তাঁকেই দায়িত্ব দিয়েছেন গান্ধিদের সঙ্গে কথা বলে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার। অন্যদিকে, জল্পনা ছড়াচ্ছে গান্ধি পরিবারের জামাই রবার্ট ভদ্র আমেঠি থেকে দাঁড়াতে পারেন। তবে কংগ্রেস কর্মীরা চাইছেন আমেঠি থেকে আগের মতো এবারও দাঁড়ান গান্ধি পরিবারের কেউ।

Related Articles