বাজেটে বৈষম্যের অভিযোগ, সংসদ ভবনের সামনে INDIA জোট এককাট্টা
Alleging discrimination in the budget, the INDIA alliance is united in front of the Parliament building

The Truth Of Bengal : বাজেট বৈষম্যের প্রতিবাদে সোচ্চার বিরোধী ইন্ডিয়া জুটের সদস্যরা। এককাট্টা ইন্ডিয়া জোট। মঙ্গলবার সংসদে বাজেট পেশ করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এই বাজেট নিয়ে প্রতিবাদ শুরু থেকেই বিরোধীদের। বুধবার সংসদের অধিবেশন শুরু হতে না হতেই বিক্ষোভে গর্জে উঠল ইন্ডিয়া জোটের সাংসদরা। সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতে এই বাজেট পেশ করা হয়েছে বলে অভিযোগ বিরোধীদের। বৈষম্যের নিদর্শন রয়েছে বাজেটের ছত্রে ছত্রে। ইন্ডিয়া জোটের সব শরিক এদিন সোচ্চার সংসদ ভবন চত্বরে। কংগ্রেস, সমাজবাদী পার্টি, তৃণমূল কংগ্রেস সহ অন্যান্য ইন্ডিয়া জোটের সদস্যরা এই প্রতিবাদ শুরু করেন। বিরোধী দলনেতা রাহুল গান্ধী কেন্দ্রের পেশ করা বাজেটকে কুর্সি বাঁচাও বাজেট বলে কটাক্ষ করেছেন। অন্ধ্রপ্রদেশ এবং বিহারকে বিশেষ সুবিধা পাইয়ে দেওয়া হয়েছে এই বাজেটে। শরিক দলগুলোকে তুষ্ট করা হয়েছে। ইন্ডিয়া জোট ক্ষমতায় রয়েছে এমন রাজ্যগুলোকে বঞ্চনা করা হয়েছে। এর প্রতিবাদে সংসদ ভবনের সামনে বিক্ষোভে সামিল ইন্ডিয়ার সদস্যরা।
সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী অখিলেশ যাদবসহ ইন্ডিয়া সদস্যরা তীব্র প্রতিবাদে গর্জে উঠেছেন। এই প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়েছেন তৃণমূল কংগ্রেসের সাংসদরাও। কল্যান বন্দ্যোপাধ্যায়, দোলা সেন সহ তৃণমূলের সাংসদরা প্রতিবাদে গর্জে ওঠেন। কেন্দ্রীয় সরকারের পেস করা বাজেটে বাংলা বঞ্চিত বলে আগেই অভিযোগ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক স্বার্থে এই বাজেট বলে অভিযোগ করেছিলেন মমতা। সরকার টিকিয়ে রাখতে এই বাজেট বলে কটাক্ষ করেছিলেন। ইন্ডিয়া জোট একটা হয়ে প্রতিবাদে গর্জে উঠল সংসদ ভবন চত্বরে।