দেশ

নাবালিকাকে যৌন নিগ্রহের অভিযোগ! গ্রেফতার বিজেপি নেতা

Allegation of sexual abuse of minors! on the journey

Truth Of Bengal: তামিল নাড়ুর বিজেপি নেতা এম এস শাহকে গ্রেফতার করল পুলিশ। তাঁর বিরুদ্ধে এক ১৫  বছরের নাবালিকাকে যৌন নিগ্রহের অভিযোগ ছিল। এই ঘটনার পর সিটি অল পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করে নির্যাতিতার বাবা। তামিল নাড়ু বিজেপি স্টেট ইকনমি উইং মাদুরাইয়ের হেড এম এস শাহ।

নির্যাতিতার বাবা জানান, তাঁর মেয়ের ফোনে কিছু অশালীন মেসেজ দেখতে পান তিনি। তারপরই তাকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারেন, তাকে নিজের বাড়িতে নিয়ে গিয়ে যৌন নির্যাতন করেন বিজেপি নেতা। স্কুটি কিনে দেওয়ার অছিলায় তাকে বাড়িতে নিয়ে যান এম এস শাহ। এই বিষয়ে অবগত ছিলেন নির্যাতিতার মা, এমনটাই তিনি জানান।

অভিযোগ পাওয়া মাত্র অ্যাকশনে নেমে পড়ে পুলিশ। পকসো অ্যাক্টে গ্রেফতার করা হয়েছে তাঁকে। বিজেপি নেতাকে লাগাতার জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তদন্ত চলছে। তথ্যপ্রমাণ সংগ্রহ করতে তৎপর পুলিশ।

Related Articles