দেশ

খাকি উর্দির বদলে পুরোহিতের বস্ত্র, উত্তরপ্রদেশ সরকারকে কটাক্ষ অখিলেশের

Akhilesh's sarcasm to Uttar Pradesh government

The Truth of Bengal: খাকি উর্দির পরিবর্তে পুরহিতের বেশ ধারন করল পুলিশ? হ্যাঁ, এমনই ঘটনা ঘটেছে বারাণসীর কাশী বিশ্বনাথ মন্দিরে। কেবল পুরুষ নয়, মহিলা পুলিশও পরিধান করেছেন গেরুয়া বস্ত্ররের। যা নিয়ে ইতিমধ্যেই তোলপাড় শুরু হয়েছে দেশ জুড়ে। এই ঘটনার তীব্র নিন্দা করেছেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব।

একি কাণ্ড? খাকি উর্দির বদলে অবশেষে পুরহিতের পোশাক পরে আছে বারাণসীর কাশী বিশ্বনাথ মন্দিরের পুরোহিতরা। মাথায় তিলক কাটা, গলায় রুদ্রাক্ষের মালা, পরনে গেরুয়া রঙের ধুতি পরে দর্শনার্থীদের লাইন ঠিক ঠাক করতে দেখা গেল পুরোহিতের বেশ পরা পুলিশ কর্মীদের। এমনকি এটা কয়েকদিনের ব্যাপার তা নয়, এবার থেকে মন্দিরে থাকা পুলিশ কর্মীদের ড্রেস কোড এটাই হতে চলেছে বলে জানাচ্ছে। এই তথ্য সামনে আসতেই উত্তরপ্রদেশ সরকারকে কটাক্ষ করতে ছাড়ছেনা বিরোধীরা। ইতিমধ্যেই এই ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

বারাণসীর পুলিশ কমিশনার মোহিত আগরওয়াল জানিয়েছে বহু ভক্তের সমাগম হয় মন্দির চত্বরে। ভক্তদের ভিড়ের চোটে পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কির মত ঘটনাও ঘটে। এমনকি অনেক দর্শনার্থীরা পুলিশের সঙ্গে দুর্ব্যবহারও করে থাকেন। এই সব কারণেই মন্দির চত্বরে থাকা পুলিশের ড্রেস কোড বদলানোর সিদ্ধান্ত। পুলিশ আরও জানিয়েছে অধিকাংশ ভক্তরাই মন্দিরে এসে পুরোহিতের কথা শোনেন। ভক্তরা পুরোহিতদের যথেষ্ট শ্রদ্ধাও করেন। তাই মন্দিরে এসে সব ভক্তরাই যাতে সুষ্ঠু ভাবে মন্দির পরিদর্শন করতে পারেন সেই কারণে এই অভিনব সিদ্ধান্ত।

এই ঘটনার তীব্র নিন্দা করেছেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। তিনি জানিয়েছেন এক জন পুলিশ কর্মীর কি উচিত পুরোহিতের বস্ত্র পরা? এতে তো একজন পুলিশ ও একজন পুরোহিত উভয়কেই অসন্মান কড়া হচ্ছে। এইভাবে পুরোহিত সেজে কেউ যদি ভক্তদের সুযোগ নেয় তখন তার দায়িত্ব নেবেন তো উত্তরপ্রদেশ সরকার। পুলিশ যদি নিজেদের উর্দি না পরে তাহলে নিরাপত্তার বিষয়েও ঝুঁকি রয়েছে বলে দাবি অখিলেশের।

Related Articles