দেশ

আসন্ন উপনির্বাচনে নয়টিতে তিনটিই লড়তে চায়, কংগ্রেসকে দূরে ঠেললেন অখিলেশ

Akhilesh pushed aside the Congress, wanting to contest all three of the nine in the upcoming by-elections

Truth Of Bengal: কংগ্রেসের সঙ্গে সমঝোতায় না হেঁটে উত্তরপ্রদেশে ন’টি বিধানসভা আসনের আসন্ন উপনির্বাচনেএকক শক্তিতে লড়বে সমাজবাদী পার্টি। এমনটাই জানিয়েছে দলের সভাপতি অখিলেশ যাদব। এখানেই তিনি থেমে থাকেননি। এসপির নির্বাচনী প্রতীক ‘সাইকেল’ নিয়েই বিজেপি বিরোধী জোট ‘ইন্ডিয়া’র প্রার্থীরাআসন্ন উপনির্বাচনে কাঁধে কাঁধ মিলিয়ে লড়বেন বলে জানিয়েছেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ।

এক্স পোস্টেও অখিলেশইন্ডিয়ার প্রার্থীদের এসপির নির্বাচনী প্রতীক ‘সাইকেল’নিয়েইপ্রতিদ্বন্দ্বিতা করার কথা লিখেছেন। এর পাশাপাশি কংগ্রেসের সঙ্গে জোটের কথাও তিনি স্পষ্ট করে লিখেছেন, ‘‘কংগ্রেস এবং সমাজবাদী পার্টি একজোট হয়ে একটি বড় জয়ের আশায় কাঁধে কাঁধ মিলিয়েলড়তে চলেছেন। তবে আসন সমঝোতায় একটু মনমালিন্যের সৃষ্টি হয়েছে। এক সূত্র মারফত জানা যাচ্ছে, নটি আসনের মধ্যে কংগ্রেসতিনটিতে লড়ার ইচ্ছা প্রকাশ করেছে।

যদিও তা মানতে নারাজ এসপি।জানা গেছেএসপিদু’টির বেশি আসন কংগ্রেসকে ছাড়তে চাইছে না। আর এই নিয়ে শুরু হয়েছে টানাপোড়েন। প্রসঙ্গত, এবারের লোকসভা ভোটে উত্তরপ্রদেশে রাহুল গান্ধীর দলের সঙ্গে আসন সমঝোতা করেলড়েছিলেন অখিলেশ।৮০টির মধ্যে ৩৭টিলোকসভা আসনে জিতে একক বৃহত্তম দল হয় এসপি। অপরদিকে কংগ্রেসছ’টি আসনে ও বিজেপির জেতা আসন সংখ্যা দাঁড়ায় ৩৩ টিতে। তবে অনেকে মনে করছেন ২০২৯ সালেবিধানসভা ভোটের আগে কংগ্রেসের উপর ক্রমাগত চাপ বাড়াতেই অখিলেশের এই কৌশল।

Related Articles