দেশ
Trending

রাহুলের পাশে অখিলেশ, অংশ নেবেন ভারত ন্যায় যাত্রায়

Akhilesh, along with Rahul, will participate in the Bharat Nyaya Yatra

The Truth Of Bengal : কংগ্রেস নেতা রাহুল গান্ধীর নেতৃত্বে ভারত জোড় ন্যায় যাত্রায় যোগ দেওয়ার প্রশ্নের জবাব দিয়েছেন সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব।  এসপি-কংগ্রেসের মধ্যে আসন ভাগাভাগির প্রসঙ্গ তুলে তিনি বলেন, আসন ভাগাভাগি আগে হওয়া উচিত। তিনি বলেন, ‘এখন আলোচনা চলছে, এদিক ওদিক থেকে তালিকা এসেছে, সেই সময়ে সমাজবাদী পার্টির মধ্যে আসন ভাগাভাগি হবে। এবং কংগ্রেস। ন্যায় যাত্রায় যোগ দেবে।

এছাড়া পেপার ফাঁস ইস্যুতে অখিলেশ বলেন, প্রায় 60 লাখ তরুণ-তরুণী পরীক্ষা দিয়েছে এবং পেপার ফাঁস হয়েছে এমন খবর পাওয়া যাচ্ছে, ধরুন 1 লাখ ছেলেমেয়ে এতে 100 শতাংশ নম্বর পাবে, সরকার কি করবে? তাদের চাকরি দাও?”

উত্তরপ্রদেশে ভারত জোড় ন্যায় যাত্রার দ্বিতীয় দিনে শনিবার বারাণসীর গোল্লাগড্ডা এলাকা থেকে যাত্রা শুরু হয়।  কংগ্রেস নেতা রাহুল গান্ধী সহ রাজ্য কংগ্রেস সভাপতি অজয় রাই এবং অন্যান্য দলের নেতারা একটি খোলা জীপে কাশী বিশ্বনাথ মন্দিরে যান এবং মন্দিরের গোদাউলিয়া এলাকা ঘুরে দেখেন।

আপনা দল (কামেরবাদী) নেতা এবং কৌশাম্বীর সিরাথুর বিধায়ক পল্লবী প্যাটেলও বারাণসীতে এই যাত্রায় অংশ নিয়েছিলেন।  খোলা জিপে রাহুল গান্ধীর বাম পাশে দাঁড়িয়ে ছিলেন তিনি।  উত্তরপ্রদেশের ভারত জোড়া ন্যায় যাত্রা শুক্রবার চান্দৌলি জেলা থেকে শুরু হয়েছে।

রায়বেরেলিতে এই যাত্রায় অংশ নেবেন বলে জানিয়েছেন সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব।  উত্তরপ্রদেশ থেকে রাজস্থানের দিকে যাত্রা হবে।  মণিপুর থেকে মুম্বাই পূর্ব থেকে পশ্চিমে, এই যাত্রাটি 6,700 কিলোমিটার দূরত্ব অতিক্রম করবে এবং 15টি রাজ্যের মধ্য দিয়ে যাবে।  পথিমধ্যে সাধারণ মানুষের সঙ্গে সাক্ষাৎ করে ‘ন্যায় বার্তা’ দেওয়াই এই যাত্রার উদ্দেশ্য।

 

FREE ACCESS

Related Articles