দেশ

অকাল বিপর্যয়ে জেরবার গুজরাট, বাজ পড়ে মৃত ২০

Gujrat Litining Death 

The Truth of Bengal: অসময়ে বাজ পড়ে মৃত্যু হল ২০ জনের। গুজরাটে প্রবল বৃষ্টি আর বজ্রপাতে এক রাতের মধ্যেই এত মানুষের মৃত্যু হল। শুধুমাত্র এত মানুষের মৃত্যু নয়, অকাল বর্ষণে ব্যাপক ক্ষতি হয়েছে বহু ফসলের। গুজরাট প্রশাসন জানিয়েছে, রবিবার গোটা গুজরাট জুড়ে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে। সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে সুরাত, সুরেন্দ্রনগর, খেদা, তাপি, ভরুচ এবং আমরেলির মতো জেলাগুলিতে। বৃষ্টির সঙ্গেই ঘন ঘন বজ্রপাতও হয়ে। আর বাজ পড়ে গোটা রাজ্যজুড়ে প্রাণ হারিয়েছেন মোট ২০ জন। অন্যদিকে, ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে গবাদি পশু ও চাষবাসে।

খারাপ আবহাওয়ার জেরে বিমান চলাচলেও বিঘ্ন ঘটেছে। নভেম্বরের শেষে অকাল বর্ষণের জেরেই এমন বিপজ্জনক পরিস্থিতির মুখে পড়ে জেরবার গুজরাট। রবিবার রাত থেকে চলতে থাকা বৃষ্টির তীব্রতা সোমবার থেকে কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, এই মুহূর্তে উত্তর-পূর্ব আরব সাগরে একটি ঘূর্ণিঝড় অবস্থান করছে। যার ব্যাপক প্রভাব পড়ছে সৌরাষ্ট্র ও কচ্ছ অঞ্চলে। তার প্রভাবেই অসময়ে এমন লাগামছাড়া বৃষ্টিপাত হচ্ছে।

এদিকে, বাজ পড়ে মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সামাজিক মাধ্যমে তিনি লেখেন, বাজ পড়ে বহু মানুষের মৃত্যুর খবরে আমি গভীরভাবে শোকাহত। এই ট্র্যাজেডিতে যাঁরা তাঁদের প্রিয়জনকে হারিয়েছেন, তাঁদের এই অপূরণীয় ক্ষতির জন্য গভীর শোকপ্রকাশ করছি। সেই সঙ্গে তিনি আরও জানিয়েছেন, স্থানীয় প্রশাসনের তরফে উদ্ধারকার্যের পাশাপাশি ত্রাণ বিলি শুরু হয়েছে। অন্যদিকে, রাজ্য এমন পরিস্থিতির শিকার হওয়ার আগে জাপান সফরে গিয়েছেন গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল। সেখান থেকেই উদ্ধারকাজের দিকে নজর রাখছেন তিনি। উদ্ধারকাজে গতি বাড়াতেও নির্দেশ দিয়েছেন তিনি।

Related Articles