মুম্বইতে ভারী বৃষ্টির জেরে বিমান পরিষেবা ব্যাহত
Air services disrupted in Mumbai due to heavy rains

The Truth of Bengal: বিগত বেশকিছু সপ্তাহ ধরে বৃষ্টি পিছু ছাড়ছে না মুম্বইয়ের। একটানা বৃষ্টিতে কার্যত জনজীবন বিপর্যস্ত। বাজার রেললাইন, সাবওয়ে, বিমানবন্দর সমস্তকিছুই জলের নীচে। সেই নাগাড়ে বৃষ্টির কারণে দুর্ভোগে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। গত দুদিনে আন্ধেরী সাবওয়ে একাধিকবার জলমগ্ন হয়ে যানযন্ত্রনা তৈরি হয়েছে। সেই একইভাবে বিমানবন্দরও জলমগ্ন।
যার জেরে থমকে গিয়েছে বিমান পরিষেবা। রবিবারও বাতিল থাকে একাধিক বিমান। কারণস্বরূপ জানা যায়, মুম্বই বিমানবন্দরের জলমগ্ন হয়ে পড়া। সেই অবস্থায় কার্যত অসম্ভব হয়ে পড়ে বিমান ওঠা-নামা। যার জেরে বাতিল করতে বাধ্য হয় বিমান পরিষেবা এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ।
বিমানসংস্থার তরফে এক বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া হয়, যাত্রীদের যাতায়াতের পুরো ভাড়াই এয়ার ইন্ডিয়ার তরফ থেকে ফেরত দিয়ে দেওয়া হবে। সেই সঙ্গে রিফান্ডের বদলে যারা নতুন টিকিট কাটতে ইচ্ছুক, তাদের জন্য সেই সুযোগের ব্যবস্থাও থাকছে বলে জানিয়ে দেয় এয়ার ইন্ডিয়া।