দেশ

অবতরণের আগেই বিপত্তি! চেন্নাইয়ের আকাশে ঘুরপাক খেল যাত্রিবাহী এয়ার ইন্ডিয়া বিমান

Air India plane skids in Chennai skies before landing

Truth Of Bengal: বড়সড় বিমানদূর্ঘটনার হাত থেকে রক্ষা পেল যাত্রিবাহী বিমান। মাটি ছোঁয়ার মাত্র ২০০ ফুট দূর থেকে ঘুরে যায় এয়ার ইন্ডিয়ার ওই বিমান। শেষ পর্যন্ত অবতরণ বাতিল করার সিদ্ধান্ত নেন পাইলট। প্রায় আধ ঘণ্টা পর নিরাপদে অবতরণ করে ওই বিমান। এই ঘটনার কথা বিমানবন্দর কর্থৃপক্ষের তরফ থেকে নিশ্চিত করা হয়।

জানা যায়, সিঙ্গাপুর থেকে চেন্নাই আসে এয়ার ইন্ডিয়ার এআই-৩৪৭ বিমান। বুধবার সকাল ১০ ১৫ নাগাদ চেন্নাই বিমানবন্দরে সেটির অবতরণ কথা ছিল। ওই বিমানে উপস্থিত ছিলেন ১৮৬ জন যাত্রী। তবে অবতরণের সময়ই  বিপত্তির মুখে পরে পাইলট। আচমকাই উল্টোদিকে বাতাস বইতে শুরু করে, যা বিমান অবতরণের জন্য বিপজ্জনক যথেষ্টা বলেই অভিযোগ করা হয়েছে।

ঠিক সেইসময়ই মাটি থেকে প্রায় ২০০ ফুট দূরে অবতরণয়ের সিদ্ধান্ত নেন পাইলট। ফল্টোদিকে ঘুরিয়ে নেওয়া বিমানের মুখ। তারপরই প্রায় আধ ঘণ্টা ধরে চেন্নাই বিমানবন্দরের উপরেই ঘুরপাক খেতে থাকে ওই বিমান। পরবর্তীতে ১০টা বেজে ৩৭ মিনিট নাগাদ চেন্নাইয়ের মাটি স্পর্শ করে  বিমান।

চেন্নাই বিমানবন্দরের তরফ থেকে জানানো হয়, ওই বিমানের অবতরণকে আনস্টোবিলাইজড হিসেবে উল্লেখ করা হয়। কারণ কোনও বিমান যদি নিরাপদে অবতরণের সমস্ত শর্ত না মানতে পারে সেক্ষেত্রে সেই অবতরণকে এই আখ্যায় আখ্যায়িত করা হয়ে থাকে।

Related Articles