দুর্যোগে বিধ্বস্ত সিকিমে উদ্ধারকাজে নামছে বায়ুসেনা, ব্যবহার করা হবে ‘চিনুক’
এখনও পর্যন্ত ৪০টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে

The Truth of Bengal: হড়পা বানে বিপর্যস্ত সিকিমের একাংশ। ব্যাপক হারে ক্ষতিগ্রস্ত হয়েছে লাচেন, লাচুং। পর্যটনমানচিত্র থেকে কার্যত মুছে গিয়েছে কিছু পর্যটনকেন্দ্র। এখনও আটকে বেশ কিছু পর্যটক। এবার ত্রাণ বিলি ও উদ্ধারকাজে নামল বায়ুসেনা।
গত কয়েক দিনের প্রাকৃতিক বিপর্যয়ে ব্যাপক হারে ক্ষতিগ্রস্ত হয়েছে উত্তর সিকিম। হড়পা বানে ভেসে গিয়েছে হোটেল, বাড়ি এমনকী সেনা কাঠামো। ৯সেনা জওয়ান সহ ৩৩টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে, প্রশাসনিক সূত্রের খবর এখনও পর্যন্ত একশো পাঁচজন নিখোঁজ। এদিকে জলপাইগুড়ি জেলা প্রশাসনের তরফে অবশ্য জানানো হয়েছে, তিস্তার পাড় থেকে এখনও পর্যন্ত ৪০টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
সেনার তরফে জানানো হয়েছে বায়ুসেনা দিবসে, ভারতীয় বায়ুসেনার তরফে সিকিমের জন্য বিশেষ অপারেশন চালানো হচ্ছে। প্লাবিত এলাকাসহ, বিচ্ছিন্ন হয়ে থাকা বাসিন্দাদের ত্রাণ ও ওষুধ পৌঁছতে বিশেষ অপারেশন চালানোর সিদ্ধান্ত নিয়েছে বায়ু সেনা। সিকিমে ত্রাণ ও উদ্ধার কাজের জন্য ভারতের অত্যাধুনিক বায়ুসেনার যুদ্ধবিমান চিনুক MI 17 V5 ব্যবহার করা হচ্ছে। জানানো হয়েছে, ক্ষতিগ্রস্ত এলাকা থেকে স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হবে।