দেশ

নির্বাচনে এবার এআই প্রযুক্তি

AI technology in the election

The Truth of Bengal: অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন করাতে প্রযুক্তির ব্যবহার নির্বাচন কমিশনের। নিয়মভঙ্গ রুখতে এবার AI প্রযুক্তির সাহায্য। ওয়েব কাস্টিং যেসব বুথে সেখানে ব্যবহার করা হবে কৃত্রিম বুদ্ধিমত্তা। দেশের সাধারণ নির্বাচনে কোন রকম ঝুঁকি নিতে চাইছে না জাতীয় নির্বাচন কমিশন। তাই এবারের নির্বাচনে এআই প্রযুক্তির ওপরেই নির্ভর করছে জাতীয় নির্বাচন কমিশন।

নির্বাচন চলাকালীন বা নির্বাচন পরবর্তী সময়ে, কোন সমস্যা হলে তৎক্ষনাৎ সিদ্ধান্ত নেওয়ার ওপরেই জোড় দিচ্ছে কমিশন।এই পরিকল্পনাকে বাস্তবায়িত করতে গত বুধবার জাতীয় নির্বাচন কমিশনের দফতরে বাইশটি এজেন্সির নোডাল অফিসারদের সঙ্গে একটি গুরুত্ত্বপূর্ণ বৈঠক হয়। রাজ্যের বিভিন্ন প্রান্তের আইনশৃঙ্খলা থেকে শুরু করে সার্বিক বিষয় খতিয়ে দেখবে এই এজেন্সি গুলো।

জাতীয় নির্বাচন কমিশনের কাছে এই পূর্নাঙ্গ রিপোর্ট জমা দেবে এই এজেন্সি গুলি। কমিশনের স্পষ্টবার্তা কর্তব্যে গাফিলতি বরদাস্ত করায় হবে না। অন্যদিকে আগামী ৩রা মার্চ রাজ্যে আসছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। দেশের সাধারণ নির্বাচনে একদিকে এআই প্রযুক্তির ব্যবহার অন্যদিকে ২২ টি এজেন্সি মাধ্যমে কতটা অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন করাতে পারে  কমিশন সেটাই এখন বাড়তি চ্যালেঞ্জ।

Related Articles