দেশ

আগরতলা-মুম্বই এক্সপ্রেস! ১৫ অক্টোবর থেকে চালু হচ্ছে ট্রেন পরিষেবা

Agartala to Mumbai now direct train service is starting

The Truth of Bengal: আগামী ১৫ই অক্টোবর থেকে যাত্রা শুরু করবে আগরতলা-মুম্বাই লোকমান্য তিলক এক্সপ্রেস। এর অনুষ্ঠানিক উদ্বোধন করবেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এবং দিল্লি থেকে ভার্চুয়ালি উপস্থিত থাকবেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। ওই একই অনুষ্ঠানের মধ্য দিয়ে আগরতলা এবং দক্ষিণ ত্রিপুরা জেলা সাব্রুম এর মধ্যে নতুন করে আরও একটি ডেমু ট্রেন চালু করা হবে।

সেইসঙ্গে সূচনা করা হবে আগরতলা রেলওয়ে স্টেশনে অত্যাধুনিক এক্সেলেটর সার্ভিস। ত্রিপুরার পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী জানান, ‘‌ত্রিপুরা থেকে বহু মানুষ মুম্বই যান উচ্চশিক্ষা সহ বিভিন্ন কাজে।আগরতলা থেকে মুম্বই যেতে বিমানে অনেক খরচ হয়। এবার আগরতলা থেকে সরাসরি মুম্বই যাওয়া যাবে।

এই নতুন এক্সপ্রেস চালু হওয়ার ফলে ত্রিপুরার সাধারণ মানুষ উপকৃত হবেন। বহুদিন ধরেই ত্রিপুরার সাধারণ মানুষের দাবি ছিল মুম্বাই পর্যন্ত সরাসরি এক্সপ্রেস চালুর। রেল দপ্তরের কাছে বহুবার আবেদন জানানো হয়। অবশেষে ২০২৪ এর লোকসভা নির্বাচনের কয়েক মাস আগে চালু হতে চলেছে আগরতলা-মুম্বাই সরাসরি ট্রেন পরিষেবা

Free Access

Related Articles