দেশ

ফের মুম্বইয়ে রাসায়নিক কারখানায় অগ্নিকাণ্ড, বারবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটায় উঠছে প্রশ্ন

Again, the fire in the chemical factory in Mumbai, repeated fire incidents are raising questions

The Truth Of Bengal: নভি মুম্বইয়ের শিল্পতালুকে ভয়াবহ অগ্নিকাণ্ড। রাসায়নিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। যেহেতু রাসায়নিক কারখানায় প্রচুর দাহ্য পদার্থ মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

একেবারে কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। তবে কিভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তা এখনও স্পষ্ট নয় । খতিয়ে দেখছেন দমকলের আধিকারিকরা। তবে মুম্বইয়ের শিল্পতালুকে বারবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটায় উঠছে প্রশ্ন।

সম্প্রতি, গত ৪ই জানুয়ারি নবি মুম্বইয়ের ওই এলাকাই একটি কারখানায় আগুন লাগে। এবার রাসায়নিক কারখানায় আগুন লাগায় ফের প্রশ্ন উঠছে। রাসায়নিক কারখানায়  অগ্নিনির্বাপন ব্যবস্থা ছিল কি না তাও খতিয়ে দেখা হচ্ছে। তবে এই ঘটনায় হতাহতের কোন খবর পাওয়া না গেলেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলেই জানা যাচ্ছে। যদিও ক্ষয়ক্ষতির পরিমান এখনও জানা যায়নি। তবে অগ্নিকাণ্ডের ঘটনায় রীতিমতো  আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকায়।

Related Articles