উত্তরাখণ্ডের পর অভিন্ন দেওয়ানি বিধির প্রস্তুতি গুজরাটে
After Uttarakhand, Gujarat prepares for Uniform Civil Code

Truth Of Bengal : উত্তরাখণ্ডের পর এখন গুজরাটেও অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) প্রণয়নের প্রস্তুতি শুরু হয়েছে। গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল বলেছেন যে, অভিন্ন দেওয়ানি বিধির খসড়া এবং আইন প্রণয়নের জন্য অবসরপ্রাপ্ত সুপ্রিম কোর্টের বিচারপতি রঞ্জনা দেশাইয়ের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটি ৪৫ দিনের মধ্যে রাজ্য সরকারের কাছে তাদের প্রতিবেদন জমা দেবে, যার ভিত্তিতে সরকার সিদ্ধান্ত নেবে।
গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সাংভি বলেন এ প্রসঙ্গে বলেন, ‘গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্রভাই প্যাটেল ইউসিসি কমিটি গঠন করেছেন। এর নেতৃত্বে থাকবেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি (অবসরপ্রাপ্ত) রঞ্জনা দেশাই। অবসরপ্রাপ্ত সিনিয়র আইএএস অফিসার সিএল মীনা, অ্যাডভোকেট আরসি কোডেকার, প্রাক্তন উপাচার্য দক্ষিণেশ ঠাকর এবং সমাজকর্মী গীতা শ্রফও এই কমিটির সদস্য। মুখ্যমন্ত্রী এই কমিটিকে আগামী ৪৫ দিনের মধ্যে এ বিষয়ে বিস্তারিত গবেষণা করে সরকারের কাছে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।’