পাক অধিকৃত কাশ্মীর ভারতের হাতে আনবেন মোদি, শাহ-রাজনাথ-যোগীর পর দাবি শিবরাজের
After Shah-Rajnath-Yogi, Shivraj claims that Modi will hand over Pakistan-occupied Kashmir to India

The Truth Of Bengal : দেশভাগের জন্য দায়ী কংগ্রেস। দেশকে একছাতার তলায় নিয়ে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।ভারতের নিয়ন্ত্রণে আনবেন পাক অধিকৃত কাশ্মীর। অমিত শাহ,রাজনাথ সিং,যোগী আদিত্যনাথের পর এই দাবি করলেন শিবরাজ সিং চৌহ্বান।দক্ষিণ দিল্লিতে প্রচারে গিয়ে শিবরাজ উগ্র জাতিয়তাবাদে শান দেন।বিজেপি প্রার্থী রামবির সিং বিধুরির সমর্থনে আয়োজিত সভায় তাঁর আরও দাবি,পাক অধিকৃত কাশ্মীর পাকিস্তান জোর করে দখল করে রেখেছে।পাকিস্তানের হাত থেকে এই পিওকে ছিনিয়ে নিয়ে আনাই হবে তৃতীয় মোদি সরকারের প্রথম কাজ। এখানেই শেষ নয়,তিনি মোদিকে ইশ্বরের প্রেরিত দূত বলেও উল্লেখ করেছেন তিনি।আসলে দেশের অশুভ শক্তির বিনাশ ঘটাতেই মোদি ক্ষমতায় আসীন বলেও ভরা সভায় উল্লেখ করেন শিবরাজ সিং চৌহ্বান।
একমাত্র মোদির নেতৃত্বেই বিশ্বকে ভারত নেতৃত্ব দিতে পারবে বলেও স্পষ্ট করেছেন তিনি। এর আগে শিবরাজ সিং চৌহ্বানের মতোই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ একই ইস্যুতে গলা চড়ান। তাঁদের সোচ্চার দাবি ছিল, পাক অধিকৃত কাশ্মীর শীঘ্রই ভারতের হাতে ফিরে আসবে। জম্মু-কাশ্মীরের উন্নয়ন দেখে সেখানকার মানুষ রাস্তায় নেমে আসছেন।ভারতই পাক অধিকৃত কাশ্মীরের মানুষের কাছে মডেল হয়ে উঠেছে বলে উল্লেখ করেন দিল্লির বিজেপি নেতারা।
তাঁদের মতে, পাকিস্তান সরকারের উপর চরম ক্ষুব্ধ অধিকৃত কাশ্মীরের বাসিন্দারা। কেন্দ্রীয় অন্যান্য মন্ত্রীদের মতোই বিদেশমন্ত্রী জয়শঙ্কর, নাসিকে বিশ্ববন্ধু ভারত নামে একটি অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে আরও বলেন, ভারত বিশ্বাস করে পাক অধিকৃত কাশ্মীর ভারতের অংশ। কিন্তু একজনের দুর্বল মনোভাব ও ভুলের কারণে আজ তা আমাদের হাতছাড়া হয়েছে। বিদেশমন্ত্রীর দাবি, নিয়ন্ত্রণরেখার এপারের অর্থাত্ ভারতের পরিবর্তন দেখতে পাচ্ছেন পাক অধিকৃত কাশ্মীরের মানুষ। তাই তাঁরা প্রশ্ন তুলছেন, কেন পাক সরকারের হেনস্থার শিকার হয়ে থাকবে ? তাই পাক অধিকৃত কাশ্মীরের মানুষের ইচ্ছেকে মর্যাদা দেওয়ার কথাও স্পষ্ট করেন জয়শঙ্কর।এখন ভোটের প্রচারে পাক অধিকৃত কাশ্মীরের ইস্যুকে হাতিয়ার করে বিজেপি তাঁদের পালে হাওয়া তুলতে চাইছে বলে মনে করছে রাজনৈতিক মহল।