
The Truth Of Bengal: দিল্লিতেও ইন্ডিয়া জোটের রফাসূত্র বের করার চেষ্টা চলছে।এবার দিল্লির ৩টি আসন কংগ্রসকে ছাড়তে রাজি হল আমআদমি পার্টি। বিনিময়ে হরিয়ানায় ১০টির মধ্যে ৩টি আসন এবং গুজরাটের ২৬টি আসনের মধ্যে ১টি আসন চাওয়া হয়েছে আপের তরফে।কংগ্রেসের জোট সংক্রান্ত কমিটির সদস্যরা প্রস্তাব ভেবে দেখছে।বিহারের পর দিল্লিতেও ইন্ডিয়া জোটের এই আলোচনা প্রক্রিয়া বিজেপি বিরোধী লড়াইয়ের হাত শক্ত করবে বলে আশা।
জাতীয় স্তরে বিজেপি বিরোধী জোটের সামগ্রিক বাঁধন শক্ত রাখতে গেলে রাজ্যে রাজ্যে রফা জরুরি।আঞ্চলিক স্বার্থ,দলগত বিষয়ের উর্ধ্বে উঠেই যে অবিজেপি দলগুলোর সমঝোতা প্রক্রিয়া চূড়ান্ত করতে হবে তাও মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করেন।একের বিরুদ্ধে এক লড়াইয়ের সূত্র সন্ধান করতে জোরদার প্রক্রিয়া জারি আছে।এই অবস্থায় ৪০টি লোকসভা আসনবিশিষ্ট বিহারে কংগ্রেসকে ৪টি আসন ছেড়ে দেওয়ার প্রস্তাব দিয়েছে জেডিইউ ও আরজেডি।সেই প্রস্তাব নিয়ে যখন আলোচনা চলছে তখন দিল্লিতেও বিরোধীরা আলোচনার পথ খুলল।
- বিহারের পর দিল্লিতেও রফা সূত্রের খোঁজে বিরোধীরা
- প্রাথমিক আলোচনায় বসেন ইন্ডিয়া জোটের সদস্যরা
- দিল্লির ৭আসনের মধ্যে আপ ছাড়তে চায় ৩টি
- ৩টি আসন ছাড়তে চায় কেজরির আম আদমি
- চাঁদনিচক, পূর্ব দিল্লি, উত্তর দিল্লি আসন ছাড়বে আপ
- মুকুল ওয়াসনিকের নেতৃত্বাধীন কমিটি ভেবে দেখছে
- আপের প্রস্তাব ভেবে দেখছেন কংগ্রেস নেতৃত্ব
- রাজ্যে রাজ্যে সমঝোতা আলোচনা জোরদার
এর পরিবর্তে আপও পাল্টা প্রস্তাব দিয়েছে।কেজরির দল চায় হরিয়ানার ১০টি আসনের মধ্যে ৩টি এবং গুজরাটে ২৬টি আসনের মধ্যে ১টি আসনে লড়তে। ২০১৯ সালের লোকসভা ভোটে দিল্লির সবগুলি আসনই জিতেছিল বিজেপি। তাৎপর্যপূর্ণ ভাবে তার মধ্যে পাঁচটি আসনেই কংগ্রেস দ্বিতীয় স্থানে ছিল। তাই কংগ্রেস-আপ বোঝাপড়া না করলে রাজধানীর এই হাইপ্রোফাইল কেন্দ্রগুলোতে সার্বিক সমঝোতা অসম্ভব।তাই এখন দুই পক্ষ সহমতে পৌঁছালে দিল্লি-হরিয়ানাও গুজরাটে বিজেপি বিরোধী লড়াইয়ের রোডম্যাপ ঠিক হতে পারে আশা করা যায়।এই অবস্থায় ইন্ডিয়া জোটের পরবর্তী বৈঠকে রাজ্য ভিত্তিক আলোচনা হলে সেখানে এই বিষয়গুলি উঠে আসতে পারে।তাই রাজ্যে রাজ্যে জোটের অঙ্ক মেলানোর জন্য অবিজেপি দলগুলোর আলোচনা প্রক্রিয়া আলাদা ছাপ ফেলছে।বিজেপিও বিকল্প জোটের কথা ভেবে ঘুঁটি সাজাতে চায়।সবমিলিয়ে দুই পক্ষের ভোটযুদ্ধের প্রস্তুতিতে জমে উঠছে লড়াইয়ের ময়দান।ভোট ঘোষণার আগেই জোটের সমীকরণ ঠিক রাখা ইন্ডিয়ার মতোই এনডিএ-কেও ভাবাচ্ছে।
Free Access