৬ নয়া রাজ্যপাল নিয়োগ মোদি সরকারের, বদল করা হয়েছে ৩ রাজ্যের রাজ্যপাল
After a month and a half of coming to power, the Modi government reshuffled the post of Governor

The Truth of Bengal: ক্ষমতায় বসার দেড় মাস পর রাজ্যপাল পদে রদবদল করল মোদি সরকার। নিয়োগ করা হয়েছে ৬জন নতুন রাজ্যপালকে। একইসঙ্গে বদল করা হয়েছে ৩ রাজ্যপালকে। শনিবার রাতে রাষ্ট্রপতি ভবনের তরফে এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে। রদবদলের জেরে বেশকিছু নতুন সাংবিধানিক প্রধান পেয়েছে রাজ্যগুলো। অসমের নতুন রাজ্যপাল হয়েছেন লক্ষ্মণ প্রসাদ আচার্য।তাঁকে মণিপুরের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। মণিপুরের রাজ্যপাল বানোয়ারিলাল পুরোহিতকে পঞ্জাবের রাজ্যপাল পদে বসানো হয়েছে। রাষ্ট্রপতি ভবনের তরফে আরও জানানো হয়েছে, সিকিমের নতুন রাজ্যপাল হয়েছেন ওম প্রকাশ মাথুর। ঝাড়খণ্ডের রাজ্যপাল সি পি রাধাকৃষ্ণণকে মহারাষ্ট্রের রাজ্যপাল হিসেবে নিয়োগ করা হয়েছে। ঝাড়খণ্ডের নতুন রাজ্যপাল করা হয়েছে প্রাক্তন কেন্দ্রীয় শ্রমমন্ত্রী সন্তোষকুমার গঙ্গওয়ারকে। গত ফেব্রুয়ারি থেকে মণিপুরের রাজ্যপালের দায়িত্বে ছিলেন অনুসুইয়া উইকে। অসমের দায়িত্বে ছিলেন গুলাবচাঁদ কাটারিয়া। তাঁকে পঞ্জাবের রাজ্যপাল হিসেবে নিয়োগ করা হয়েছে। সেখানকার রাজ্যপাল বনওয়ারিলাল পুরোহিত রাষ্ট্রপতির কাছে ইস্তফা দিয়েছেন। তাঁর ইস্তফা গ্রহণের পরেই গুলাবচাঁদকে দেওয়া হয় পঞ্জাবের দায়িত্ব। একইসঙ্গে তাঁকে কেন্দ্রশাসিত অঞ্চল চণ্ডীগড়ের প্রশাসকের দায়িত্বও সামলাতে হবে। ঝাড়খণ্ডের রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণাণ এত দিন তেলঙ্গানার রাজ্যপালের অতিরিক্ত দায়িত্বও সামলাচ্ছিলেন। তাঁকে এ বার মহারাষ্ট্রের রাজ্যপাল করা হল। মহারাষ্ট্রের রাজ্যপাল পদে থাকা রমেশ বৈশকে বদলি করা হয়েছে।
ত্রিপুরার প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিষ্ণুদেব বর্মাকে তেলঙ্গানার রাজ্যপাল করে পাঠিয়েছে কেন্দ্রের সরকার। কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরীর লেফ্টেন্যান্ট গভর্নর হিসাবে নিয়োগ করা হয়েছে কে কৈলাসনাথনকে। রাজস্থানের রাজ্যপালও পরিবর্তন করা হয়েছে। বিজেপি নেতা হরিভাউ কিষাণরাও বাগদেকে রাজস্থানের নতুন রাজ্যপাল হিসাবে নিয়োগ করা হয়েছে। এত দিন ওইপদে ছিলেন কালরাজ মিশ্র।ছত্তীসগঢ়ের রাজ্যপাল করা হয়েছে অসমের প্রাক্তন সাংসদ রেমন ডেকাকে।গত বছর প্রায় ১২জন রাজ্যপালের দায়িত্বভার বদল করা হয়েছিল।আবার কেন্দ্রীয় সরকার রাজ্যপাল পদে এই পরিবর্তন আনল।