দেশ

৯বছর পর আবার ইডির দফতরে হর্ষ নেওটিয়া, কেন এলেন আবার শিল্পপতি?

After 9 years, Harsha Neotia was appointed to the office of ED again

The Truth of Bengal: রাজনৈতিক নেতাদের মতোই শিল্পপতিদেরও ডেকে পাঠাচ্ছে কেন্দ্রীয় এজেন্সি।এরআগে ২০১৫সালে শিল্পপতি হর্ষ নেওটিয়াকে তলব করেছিল ইডি। সেসময় তিনি হাজিরা দেন। সারদাকাণ্ডেই তাঁকে তলব করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এবার প্রায় ৯বছর পর আবার তাকে হাজিরা দিতে দেখা গেল ইডির দফতরে। কিন্তু কোন মামলায় তাঁকে ডাকা হয়? কিসের সূত্রে এই হাজিরা দিলেন তিনি? কেন এসেছেন কেন্দ্রীয় এজেন্সির দুয়ারে ? এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে সবমহলে।

কেউ কেউ মনে করছেন,সারদার পুরনো মামলায় হয়তো তাঁকে তলব করা হয়েছে,কেউ আবার বলছেন নতুন করে কোনও বিষয়ে  তাঁকে ডাকা হয়েছে। কিন্তু অম্বুজা নেওটিয়া শিল্প গোষ্ঠীর কর্ণধার নিজে কী বললেন ? তিনি রহস্য রেখে জানিয়ে দেন ,হাজিরার পর সবটা বলবেন ।তাতে সব মহলে চর্চা শুরু হয়েছে,কাটছে না কিছুতেই ধোঁয়াশা।

Related Articles