দেশ

ত্রিপুরায় বন্যায় মৃত ১২,স্কুল কলেজ বন্ধের নির্দেশ প্রশাসনের

Administration orders closure of 12 schools and colleges killed in floods in Tripura

Truth of Bengal:  ত্রিপুরার বন্যা পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২। আগামী ৪৮ ঘন্টা ত্রিপুরায় আরও ভারী বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের। যার জেরে চিন্তা বেড়েছে প্রশাসনের। ক্রমশ সঙ্কটজনক হচ্ছে ত্রিপুরায় বন্যা পরিস্থিতি। এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে ১২ জনের। বিপদসীমার উপর দিয়ে বইছে  নদী গুলির জল।  ফুঁসছে গোমতী মুহুড়ী, মনু, দেও, খোয়াইও। অন্যদিকে হাওয়া অফিসের পূর্বাভাস চিন্তা বাড়াচ্ছে ত্রিপুরাবাসীর।

২৫ আগস্ট পর্যন্ত রাজ্যে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। কপালে চিন্তার ভাঁজ প্রশাসনের। উদ্ধারকার্যে নেমেছে এনডিআরএফ-এর দল। বন্যায় আটকে পড়া মানুষদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে ত্রাণ। ইন্ডিয়ার এফির একশো কুড়ি জনের একটি দল কাজ করছে উদ্ধারকার্যে। বৃহস্পতিবার পরিস্থিতি পর্যালোচনা করে উচ্চ পর্যায়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী।

বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে সমস্ত স্কুল কলেজ। প্রশাসনিক সূত্রে খবর, গত চার দিনের বন্যায় এখনো পর্যন্ত ১২ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ হয়েছেন দুজন। যদিও বেসরকারিভাবে মৃতের সংখ্যাটা আরো বেশি বলেই দাবী স্থানীয়দের। অতি বৃষ্টিতে ধসের জেরে বিলোনিয়ায় এলাকায় দুই পরিবারের সাতজনের মৃত্যু হয়েছে।

বন্যার যে মৃত পরিবারদের চার লক্ষ টাকা আর্থিক অনুদানের ঘোষণা মুখ্যমন্ত্রীর।গত ১৯ আগস্ট থেকে বন্যা কবলিত এলাকার প্রায় ৬৫,৪০০ মানুষ বিভিন্ন ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন। ক্ষতিগ্রস্ত প্রায় ১৭ লক্ষ মানুষ। অন্তত ২,০৩২টি জায়গায় ভূমিধসের ঘটনা ঘটেছে। যার জেরে বিপর্যন্ত সড়ক ও রেল যোগাযোগ ব্যবস্থা। ত্রিপুরার ইতিহাসে এমন ভয়াবহ বন্যা এর আগে কখনও হয়নি বলে মনে করা হচ্ছে।

Related Articles