নিট বিতর্কে পথে প্রতিবাদে গেরুয়াপন্থী এই ছাত্র সংগঠন এবিভিপি
ABVP is a pro-Ocher student organization protesting on the way

The Truth of Bengal: ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিটে বেনিয়মের অভিযোগ কে কেন্দ্র করে তোলপাড় দেশ । আঁচ পড়েছে এরাজ্যেও। কলকাতায় রাজপথেও চলল প্রতিবাদ। পথে প্রতিবাদে এবার এবিভিপি। শনিবার দুপুরে ন্যাশনাল টেস্টিং এজেন্সি ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে একত্র হয় এবিভিপি। চলে স্লোগান। সঙ্গে বিক্ষোভ। এমনকি কুশ পুতুল পোড়ানো হয় ।
সব থেকে তাৎপর্য পূর্ণ বিষয় হলো গেরুয়াপন্থী এই ছাত্র সংগঠন এবিভিপির বিক্ষোভ এক্ষেত্রে বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। এদিকে এবিভিপির যে যুব ছাত্ররা এই প্রতিবাদে পথে নেমেছিল তাদের কাঁধে যেমন গেরুয়া ঝান্ডা ছিল, তেমনি পোস্টার প্লাকার্ড হাতে ছিল। এবং যে পোস্টার ছিল তাতে লেখা ছিল,দুর্নীতির বিরুদ্ধে এবিভিপি।
আবার কুশপুত্তলিকা জ্বালিয়ে চলে প্রতিবাদ। দুপুরের শান্ত কলেজ স্ট্রীট মুখরিত হয়ে ওঠে বিক্ষোভ প্রতিবাদে। তাদের বক্তব্য থেকে উঠে আসে, ছাত্র সংগঠন হিসেবে সবাইকে ছাত্রদের পাশে দাঁড়ানো উচিত। তাদের একমাত্র লক্ষ্য ও উদ্দেশ্য ছাত্রদের ভবিষ্যতের কথা মাথায় রেখেই তাদের এই পথে নামা। একপ্রকারে বাধ্য হয়ে তারা পথে নেমেছেন বলে মিছিলে নেতৃত্ব দেওয়া ছাত্রদের তরফ থেকে উঠে আসে এই কথা।