
The Truth of Bengal: দিল্লির পরাজয়ের পর কংগ্রেসের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা আম আদমি পার্টির। গত বৃহস্পতিবার অরবিন্দ কেজরিওয়ালের বাড়িতে একটি বৈঠক হয়। এরপরই এই ঘোষণা করেন আম আদমি পার্টির বর্ষিয়ান নেতা গোপাল রাই। তিনি বলেন আপের সঙ্গে কংগ্রেসের জোট কেবলমাত্র লোকসভা নির্বাচনের লড়াইয়ের জন্য বিধানসভায় আপ একাই লড়াই করবে। দলের সমস্ত বিধায়কদের নিয়ে এদিনের বৈঠকে লোকসভা নির্বাচনের পরাজয় ও আসন্ন বিধানসভা নির্বাচন নিয়ে আলোচনা হয়।
এরপরই বিধানসভা নির্বাচনে এককভাবে লড়াইয়ের কথা স্পষ্ট করেন গোপাল রাই। লোকসভা নির্বাচনে আম আদমি পার্টি বিরোধী দল গুলির ইন্ডিয়া জোটে অন্তর্ভুক্ত হয়েছিল। দিল্লি সাতটি লোকসভা আসনে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের জন্য কংগ্রেসের সাথে জোটবদ্ধ হয়েছিল আপ। আম আদমি পার্টির প্রার্থীরা চারটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল এবং তিনটিতে কংগ্রেস। তবে সবকটি আসনেই পরাজয়ের মুখে পড়তে হয়েছে।
এরপরই আপ সুপ্রিমের বাড়িতে বৈঠক তারপরে ঘোষণা বিধানসভা নির্বাচনে একাই লড়াই করবে আম আদমি পার্টি। অন্তর্বর্তী জামিন পাওয়ার পর জেলে যাওয়ার আগে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল নিজেই ইঙ্গিত দিয়েছিলেন ভবিষ্যতে কংগ্রেসের সাথে বন্ধুত্বের ইতি ঘটতে পারে। তার দল সংবিধান এবং গণতন্ত্র রক্ষার জন্যই জোটবদ্ধ হয়েছিল।