বলভদ্রের মূর্তি পড়ে যাওয়ার ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি
A three-member inquiry committee into the fall of Balabhadra's statue

The Truth Of Bengal : নীলাচলে রথ থেকে বলভদ্রের মূর্তি পড়ে যাওয়ার ঘটনার তদন্তে এবার তিন সদস্যের একটি কমিটি গড়ল পুরীর জগন্নাথ মন্দির কমিটি। ১০ দিনের মধ্যে এই কমিটি রিপোর্ট জমা দেবে। কেন এই ঘটনা ঘটেছিল, এর পেছনে কোনও গাফিলতি আছে কিনা– তা খুঁজে দেখবে ওই কমিটি। ঘটনার সময় দায়িত্বপ্রাপ্ত সেবায়েতরা সেখানে ছিলেন কি না, তাও দেখা হবে।
বলভদ্রের মূর্তি পড়ে যাওয়ার ঘটনায় সদ্য রাজ্যে ক্ষমতায় আসা বিজেপি সরকারের ভূমিকার কড়া সমালোচনা করেছে বিরোধী বিজেডি এবং কংগ্রেস। কংগ্রেস বিধায়ক তারাপ্রসাদ বাহিনীপতি বলেছেন, ‘যারা প্রভু জগন্নাথের কৃপায় ক্ষমতায় এল, তারাই ঈশ্বরকে রক্ষা করতে ব্যর্থ। মুখ্যমন্ত্রী এবং রাজ্যের মন্ত্রীদের কাছে এটা হয়তো ছোট্ট ঘটনা, কিন্তু জগন্নাথদেবের ভক্তদের কাছে এই ঘটনার বিরাট গুরুত্ব।‘ অন্যদিকে, বিজেডি-র তরফে দাবি করে বলা হয়েছে আর যাতে কোনও অঘটন না ঘটে তাঁর জন্য সতর্ক হোক প্রশাসন।
রথ থেকে নামানোর সময়ে বলভদ্রের মূর্তি পড়ে যাওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন পুরীর গজপতি মহারাজ দিব্যসিংহ দেব। তিনি আবার জগন্নাথ মন্দিরের ম্যানেজিং কমিটির চেয়ারম্যান। তিনি বলেছেন, ‘এই ঘটনা সারা বিশ্বের জগন্নাথ ভক্তদের মনে গভীর আঘাত করেছে। উল্টোরথের সময়ে ‘পাহুণ্ডি’ অনুষ্ঠানের সময়ে যাতে আর কোনও অঘতণ না ঘটে তার জন্য কমিটি তরফে সতর্ক থাকতে বলা হয়েছে।