গুলমার্গে ভয়াবহ তুষারধস, বরফে চাপা পড়ে মৃত্যু রুশ পর্যটকের
A Russian tourist died after being crushed by snow in Gulmarg

The Truth Of Bengal : তুষার ঝড়ে বিপর্যস্ত জম্মু কাশ্মীর। জম্মু ও কাশ্মীরের গুলমার্গে নেমে আসে ভয়ঙ্কর তুষার ধস। এই ধসে চাপা পড়ে মৃত্যু হয়েছে এক রুশ পর্যটকের। আরও এক বিদেশী পর্যটক নিখোঁজ রয়েছে বলে খবর।
জানুয়ারি মাসে গুলমার্গে ছিল না বরফের দেখা। এই নিয়ে মন খারাপ স্থানীয় বাসিন্দা সহ পর্যটকদের। কিন্তু ফেব্রুয়ারি মাস পড়তেই বদলেছে কাশ্মীরের ছবি। তুষারে ঢেকেছে জম্মু ও কাশ্মীর। আনন্দে আত্মহারা পর্যটকেরা। কিন্তু এই আনন্দের মুহূর্তের মাঝেই ঘটে গেছে বিপত্তি। আচমকাই তুসারধস নামে গুলমার্গে। আটকে পরে বহু পর্যটক। তাদের মধ্যে রয়েছে বেশ কিছু বিদেশী পর্যটকরাও। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছোয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। আটকে পড়া পর্যটকদের উদ্ধার করতে ঝাঁপিয়ে পড়ে ভারতীয় সেনা। বরফের চাদরে কত জন আটকে পড়েছে তার খোঁজ চালাতে নামানো হয়েছে সেনা কপটারও। সেনাদের চেষ্টায় উদ্ধার করা গেছে পাঁচ জন পর্যটকদের। গুরুতর ভাবে আহত এই পাঁচ পর্যটক। বিপর্যয় মোকাবিলা বাহিনীর মতে তুষার ঝড়ের তোয়াক্কা না করেই এই পর্যটকরা গাইড ছাড়াই বেরিয়েছিলেন স্কি করতে। গুলমার্গের উপরি ভাবে অবস্থিত খিলান মার্গে কংডুরি অঞ্চলে নেমে আসে তুষার ঝড়। তুষারের মধ্যে চাপা পড়ে যায় একাধিক পর্যটক। অনেকের দেহ অর্ধেক তুষারের ভিতরে ঢুকে এবং অর্ধেক দেহ বেড়িয়ে। তীব্র ঠাণ্ডার মধ্যে উদ্ধার কাজ চালায় বিপর্যয় মোকাবিলা বাহিনী। যদিও শেষ রক্ষা হয়নি রুশ পর্যটকের। বরফের মধ্যে চাপা পড়ে মারা যায় সে।
প্রসঙ্গত, ভূস্বর্গ কাশ্মীর তার রূপ বদালতে থাকে প্রতি ঋতুতে। পর্যটকেরা জম্মু ও কাশ্মীরের গুলমার্গকে বরফের জন্য স্বর্গ বলে মনে করেন। স্কি এবং রোপওয়ের মত মনোরঞ্জনের টানে গুলমার্গে ছুটে আসে পর্যটকেরা। কিন্তু এদিন রোদ ঝলমলে আবহাওায় তুষার ধসের কারণে আতঙ্ক ছড়িয়েছে পর্যটকদের মধ্যে।
FREE ACCESS