দেশ

BMW গাড়ির কাচ ভেঙে ১৪ লক্ষ নগদ টাকা চুরি, চোরের কীর্তি ধরা পড়ল সিসি ক্যামেরায়

14 lakh cash stolen from BMW car

The Truth of Bengal: পার্কিংয়ে পার্ক করা রয়েছে একটি দামি বিএমডব্লিউ গাড়ি। দিনের আলোয়, সেই গাড়ির কাচ ভেঙে চুরি করে নিল নগদ ১৪ লক্ষ টাকা। টাকা লুঠ করার পরেই দুই চোর মোটরবাইকে চেপে চম্পট দেয়। বেঙ্গালুরুতে একটি পার্কিং এলাকায় পুরো ঘটনা ধরা পড়েছে সিসি ক্যামেরায়। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় একটি চুরির মামলা রুজু করা হয়েছে, তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি।

সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, মুখে মাস্ক লাগানো দুই ব্যক্তি গাড়ির সামনে ওঁত পেতে ছিল। একজন ছিল মোটরবাইকে। অন্যজন চারপাশ দেখে গাড়ির কাছে যায়। এলাকা ফাঁকা বুঝে, গাড়ির ড্রাইভারের সিটের জানলার কাচে, কোনও যন্ত্র দিয়ে হাল্কা আঘাত করতেই সেটি ভেহে যায়। এরপর একটি চোর জানলার কাচ পুরো ভেঙে, ঢুকে পড়ে ও একটি ব্যাগ চুরি করে, মোটরবাইকে উঠে পড়ে চম্পট দেয়।

পুলিশ জানিয়েছে, এই সিসি ক্যামেরার ফুটেজ বিভিন্ন থানা ও সোর্সের কাছে পাঠানো হয়েছে। পাশাপাশি, এই এলাকা ও আশে পাশের এলাকার দাগি চোরেদেরও রাউন্ড আপ করা হচ্ছে। আশা করা হচ্ছে দু একদিনের মধ্যেই চোর ধরা পড়বে।

Related Articles