সোলাপুরে বস্ত্র কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড! শিশু ও মহিলা সহ মৃত ৮
A devastating fire in a textile factory in Solapur! 8 dead including children and women

Truth of Bengal: মহারাষ্ট্রের সোলাপুর জেলার অক্কালকোট রোডের পাশে একটি বস্ত্র কারখানায় ভয়াবহ আগুন লেগেছে। আগুনে প্রাণ হারিয়েছেন অন্তত ৮ জন, যাদের মধ্যে এক শিশু ও তিন জন মহিলা রয়েছেন।
ঘটনার পরপরই দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে। তবে পিটিআই-এর প্রতিবেদন অনুযায়ী, এখনও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।
Maharashtra: A major fire broke out at Central Industries in Solapur’s Akkalkot Road MIDC area around 3 AM. A 6-month-old baby is feared trapped. Three critically injured people were rescued, while 5–6 others remain stuck. Rescue efforts continue. pic.twitter.com/Fx4nI5LZQe
— IANS (@ians_india) May 18, 2025
প্রত্যক্ষদর্শীদের মতে, রবিবার দুপুর পৌনে ৪টা নাগাদ শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। আগুনে কারখানার মালিক হাজি উসমান হাসানভাই মনসুরি এবং তাঁর পরিবারের তিন সদস্যের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে রয়েছে দেড় বছরের এক শিশুও। এছাড়াও কারখানার চার জন কর্মীও আগুনে পুড়ে মারা গেছেন।
এদিকে, আরেকটি মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তেলেঙ্গানার হায়দরাবাদে। চারমিনারের কাছে ‘গুলজ়ার হাউস’ নামের একটি বহুতলে আগুন লাগে রবিবার সকাল ৬টা নাগাদ। এএনআই জানিয়েছে, এই ঘটনায় অন্তত ১৭ জন প্রাণ হারিয়েছেন, যাদের মধ্যে ৮ জন শিশু।
আগুন নেভাতে দমকলের ১১টি ইঞ্জিন মোতায়েন করা হয় এবং দীর্ঘ সময় ধরে চেষ্টার পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।
দুটি ঘটনাতেই ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ফলে শোকের ছায়া নেমে এসেছে। প্রশাসন তদন্ত শুরু করেছে এবং অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানার চেষ্টা চলছে।