দেশ

বছর ১৫-র বালকের হাতে স্টিয়ারিং, শিশুকে পিষে দিয়ে পালানোর চেষ্টা গাড়ি চালকের

A 15-year-old boy was driving the car, and the driver tried to run over the child and escape.

Truth of Bengal: মাত্রাতিরিক্ত দ্রুত গতিতে গাড়ি চালানোর জেরে ভয়ঙ্কর দুর্ঘটনা। বছর দেড়ের এক শিশুকে গাড়ির চাকায় পিষে দিলো গাড়ির চালক। দিল্লির মুখমেলপুরের ঘটনায় চাঞ্চল্য। শিশুটিকে ধাক্কা দেওয়ার পরই গাড়ি নিয়ে চম্পট দেওয়ার চেষ্টা চালিয়েছিল বছর ১৫-র ওই গাড়ি চালক। তবে স্থানীয়দের জন্য টা সম্ভব হয় নি। রাস্তা আটকায় তারা। ইতোমধ্যেই অভিযুক্তকে আটক করেছে পুলিশ। তদন্ত এগোতে অভিযুক্তের পরিবারকে ডাকা হয় থানায়।

ঘটনাটি ঘটে শনিবার। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, প্রচণ্ড দ্রুত গতিতে গাড়িটি ধেয়ে আসছিল গাড়িটি। আচমকাই সেই গাড়ি নিয়ন্ত্রণ  হারিয়ে ধাক্কা মারে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি গাড়িতে। সেই দাঁড়িয়ে থাকা গাড়িটির পাশেই খেলা করছিল এক শিশু। কাছেই ছিলেন শিশুর বাবা ও মা। শিশুটি গাড়ির চাকায় পিষে যাওয়ার সঙ্গে সঙ্গেই, গাড়ির গতিবেগ আরও তীব্র করে ঘটনাস্থল ছাড়ার চেষ্টা চালায় ওই গাড়ি চালক। এবং গাড়ির চালকের পালানোর চেষ্টা দেখেই তাকে ঘিরে ধরেন স্থানীয়রা। চালককে গাড়ি থেকে নামানোর পরই দেখা যায় যে চালক নিজেই নাবালক। বছর ১৫-র আশেপাশে তার বয়স।

দুর্ঘটনার পরই তড়িঘড়ি আহত শিশুকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছিল হাসপাতালে। সেখানে কর্মরত চিকিৎসকদের তরফ থেকে ওই শিশুটিকে মৃত বলে জানিয়ে দেওয়া হয়। এই ঘটনাকে কেন্দ্র করে ছড়িয়ে পর উত্তেজনা। অভিযুক্তকে নাবালককে আটক করা হয়েছে ইতিমধ্যেই। তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে এই গাড়িটি তার দাদার। যার বয়স ২৩ বছর। ইতোমধ্যেই গাড়ির মালিককেও ডেকে পাঠানোভিয়েছে বলে পুলিশ সূত্রে জানা যায়

Related Articles