জম্মুতে পুণ্যার্থী বোঝাই বাসে জঙ্গিহানায় মৃত ৯, জঙ্গিদের সন্ধানে জোর তল্লাশি
9 killed in militant attack on bus loaded with pilgrims in Jammu, intensive search for militants

The Truth Of Bengal : ভয়াবহ জঙ্গি হামলা জম্মু ও কাশ্মীরে। পুণ্যার্থীদের বাস লক্ষ্য করে জঙ্গিদের চালানো গুলিতে মৃত্যু হয়েছে কমপক্ষে ৯ জনের। জখম হয়েছেন প্রায় ৩৩ জন। রবিবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিট নাগাদ জম্মু ও কাশ্মীরের রিয়াসি জেলার পনি এলারার তেরিয়াথ গ্রামের কাছে এই জঙ্গি হামলার ঘটনা ঘটে। সেই সময় দিল্লিতে তখন নতুন সরকারের শপথ অনুষ্ঠানের তোরজোড় চলছিল। জানা গিয়েছে, পুণ্যার্থী বোঝাই বাসটি শিবখোরি মন্দির থেকে কাটরা যাচ্ছিল৷ সেই সময় জঙ্গিদের চালানো গুলিতে চালক নিয়ন্ত্রণ হারীয়ে ফেললে বাসটি রাস্তা থেকে ছিটকে গভীর খাদে পড়ে যায়৷
সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে পুলিশ, সেনা ও আধাসামারিক বাহিনীর সদস্যরা৷ দিল্লিতে শপথ গ্রহণের অনুষ্ঠান শেষ হতেই সামাজিক মাধ্যমে বার্তা দিয়েছেন অমিত শাহ৷ তিনি লিখেছেন, ‘জম্মু ও কাশ্মীরের রিয়াসিতে তীর্থযাত্রীদের ওপর হামলার ঘটনা গভীরভাবে বেদনাদায়ক৷ জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর ও ডিজিপি-র সঙ্গে এই ঘটনা নিয়ে কথা হয়েছে৷ নৃশংস হামলার অপরাধীরা রেহাই পাবে না৷’ এই জঙ্গি হামলার ঘটনার তীব্র নিন্দা করেছেন রাজনাথ সিং ও কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে৷ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন এবং দ্রুত তদন্তের দাবি জানিয়েছেন।
রিয়াসি এলাকার সিনিয়র পুলিশ আধিকারিক জানান, প্রাথমিক তদন্তে মনে হয়েছে জঙ্গিরা বাসের যাত্রীদের ওপর গুলি চালাচ্ছিল। যার ফলে বাসটির নিয়ন্ত্রণ হারান চালক এবং বাসটি খাদে পড়ে যায়। হামলার পর থেকেই জঙ্গিদের ধরতে অভিযানে নেমেছে সেনা। সূত্রের খবর, রাজৌরি, পুঞ্চ এবং রিয়াসি জেলার পাহাড়ি এলাকায় লুকিয়ে রয়েছে জঙ্গিরা। তাদের ধরতে রাত থেকেই তল্লাশি অভিযান শুরু হয়েছে। সকাল থেকে জঙ্গলের ওপর দিয়ে ওড়ানো হচ্ছে ড্রোন।