ছত্তীসগঢ়ে নিরাপত্তাবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে নিকেশ ৮ মাওবাদী
8 Maoists killed in gunfight with security forces in Chhattisgarh

Truth of Bengal: ছত্তীসগঢ়ের বিজাপুরে নিরাপত্তাবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে আট মাওবাদীর মৃত্যু হয়েছে। শনিবার বিজাপুরের গাঙ্গালুর থানা এলাকার একটি জঙ্গলে এই সংঘর্ষ ঘটে। পুলিশ ও সিআরপিএফের যৌথ বাহিনী মাওবাদী দমন অভিযানে গেলে দু’পক্ষের মধ্যে গুলি বিনিময় হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সকালে যৌথবাহিনী গাঙ্গালুর থানা এলাকায় অভিযান চালাচ্ছিল। তখন খবর আসে, কিছু দূরের জঙ্গলে একদল মাওবাদী লুকিয়ে রয়েছে। সেই খবর পেয়েই বাহিনী সেখানে পৌঁছায়। বাহিনীর উপস্থিতি টের পেয়ে মাওবাদীরা গুলি চালাতে শুরু করে। পাল্টা জবাব দেয় নিরাপত্তাবাহিনীও। দীর্ঘক্ষণ ধরে চলা এই সংঘর্ষে আটজন মাওবাদী নিহত হয়।
এর আগে, গত মাসে ওড়িশা-ছত্তীসগঢ় সীমান্তে নিরাপত্তাবাহিনীর সঙ্গে রাতভর চলা সংঘর্ষে ২০ জন মাওবাদী নিহত হয়েছিল। তাঁদের মধ্যে এক জনের মাথার দাম ছিল ১ কোটি টাকা। সেই অভিযানে নিহত হন জয়রাম ওরফে চলপতি, যিনি মাওবাদীদের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন।
এই অভিযানে বাহিনীর সাফল্যকে বড় জয় বলে মনে করছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি এক্স-এ পোস্ট করে বলেন, “আমাদের নিরাপত্তাবাহিনী মাওবাদীমুক্ত ভারত গড়তে আরও একটি বড় সাফল্য পেল।”
সরকারের দাবি, মাওবাদী দমন অভিযান অব্যাহত থাকবে, যাতে দেশের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা যায়।