দেশ

মধ্যপ্রদেশে নিয়ন্ত্রণ হারিয়ে সেতু থেকে নদীতে পড়ল গাড়ি, মৃত ৮

8 killed as car falls off bridge into river in Madhya Pradesh

Truth of Bengal: মধ্যপ্রদেশের দামোহ জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের আট জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে দুইজন শিশু এবং পাঁচজন মহিলা রয়েছেন। মঙ্গলবার সকালে নোহাটা থানা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, ওই পরিবারটি জব্বলপুর জেলার বাসিন্দা। তাঁদের মধ্যে একজন অসুস্থ হয়ে পড়ায় সবাই মিলে স্থানীয় এক বৈদ্যর কাছে ওষুধ নিতে গিয়েছিলেন। বৈদ্য দেখানোর পর তাঁরা বাড়ি ফিরছিলেন। পথে সিমরি গ্রামের কাছে সুনার নদীর উপর একটি উঁচু সেতু পার হওয়ার সময় গাড়িটি হঠাৎ নিয়ন্ত্রণ হারায় এবং সোজা সেতু থেকে নিচের শুষ্ক নদীর চরে পড়ে যায়।

স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে পুলিশে খবর দেন এবং গাড়ির ভেতর থেকে যাত্রীদের বের করে আনেন। তবে ততক্ষণে ছয়জনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। আহত দুই শিশুকে দামোহ জেলা হাসপাতালে পাঠানো হলেও সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

মোট ১৫ জন আরোহী ছিলেন সেই গাড়িতে। আহত বাকি ছয়জনকে উন্নত চিকিৎসার জন্য ‘গ্রিন করিডোর’ তৈরি করে জব্বলপুর মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে। মৃতদের দেহ ময়নাতদন্তের জন্য জাবেরা হাসপাতালে পাঠানো হয়েছে।

Related Articles