মাছ ধরতে গিয়ে শ্রীলঙ্কার নৌবাহিনীর হাতে পাকড়াও ৮ মৎস্যজীবী
8 fishermen caught by the Sri Lankan Navy while fishing

Truth Of Bengal: মাছ ধরতে যাওয়ায় কাল হল। মাছ ধরতে গিয়ে মৎস্যজীবীদের একটি দল শ্রীলঙ্কার নৌবাহিনীর হাতে গ্রেপ্তার হলেন। অভিযোগ রয়েছে মৎস্যজীবীদের ওই দলটি নাকি আন্তর্জাতিক জলসীমা পার করেছিল। আর সেই সময়েই ভারতের ৮ মৎস্যজীবীকে হাতেনাতে পাকড়াও করে শ্রীলঙ্কার নৌবাহিনী।
জানা যাচ্ছে, মঙ্গলবার ভোরের বেলা ধনুশকোডি এবং থালাইমান্নারের কাছে মাছ ধরছিলেন ৮ জন মৎস্যজীবী। মাছ ধরার সময়েই তাঁদের আচমকাই ঘিরে ফেলতে দেখা যায় শ্রীলঙ্কার নৌবাহিনীদের। রেহাই না দিয়ে ওই আট জন মৎস্যজীবীকে আটক করে এবং তড়িঘড়ি ওই মৎস্যজীবীদের নৌকাও আটক করা হয়। তবে এই ঘটনা প্রথম নয় এর আগেও মাছ ধরার সময়ে ৯ মৎস্যজীবীকে নিদুনথিবু থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গিয়েছে।
ইতিমধ্যেই ওই মৎস্যজীবীদের কাঙ্গেসান্থুরাই নৌঘাঁটিতে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা যাচ্ছে তামিলনাড়ু পুলিশ সূত্রে। ওই মৎস্যজীবীদের যাতে মুক্তি দেওয়া হয় তার জন্য কোমর বেঁধে নেমে পড়েছে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। এরই মধ্যে তিনি তাঁদের মুক্তির জন্য কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপের দাবি জানিয়েছেন। অপরদিকে মৎস্যজীবীদের পরিবারের তরফেও উদ্যোগ নিতে দেখা গিয়েছে। এরইমধ্যে আটক হওয়া মৎস্যজীবীদের ছাড়ানোর জন্য প্রশাসনের দারস্থ হয়েছে তাঁদের পরিবার।
প্রশাসন শ্রীলঙ্কা সরকারের সঙ্গে মৎস্যজীবীদের মুক্তির জন্য যোগাযোগ করেছেন। তবে শ্রীলঙ্কা সরকারের তরফে এখনও কোনও সবুজ সংকেত মেলেনি। সংবাদ সংস্থার তরফে জানা যাচ্ছে, রামেশ্বরম থেকে মৎস্যজীবীদের ৪৩০ জনের একটি দল বেশ কয়েকটি ট্রলার নিয়ে মাছ ধরতে বেড়িয়েছিল। মঙ্গলবার তারা নিদুনথিবুর কাছে মাছ ধরছিল। আর ঠিক সেই সময়েই শ্রীলঙ্কার নৌবাহিনী মৎস্যজীবীদের ট্রলার ঘিরে ফেলে। এরপর মৎস্যজীবীদের বেশ কয়েকজন পালিয়েও যায়। তাঁদেরকে ধরা না গেলেও শেষমেশ তাঁদের দু’টি ট্রলারকে আটক করে শ্রীলঙ্কার নৌবাহিনী।